সিলেটের যানজট নিরসনে স্থানীয় কর্তৃপক্ষের সমন্বয় সভা অনুষ্ঠিত

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ২০, ২০২৫
০৪:৫৩ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২০, ২০২৫
০৪:৫৩ অপরাহ্ন



সিলেটের যানজট নিরসনে স্থানীয় কর্তৃপক্ষের সমন্বয় সভা অনুষ্ঠিত


যানজট নিরসনে স্থানীয় কর্তৃপক্ষের সমন্বয় সভায় বক্তারা বলেছেন, ‘সিলেটের যানজট নিরসনে ট্রাক টার্মিনালকে কার্যকর করা, সবজি আড়ৎকে নগর এলাকা থেকে স্থানান্তর, সিএনজিচালিত অটোরিকশা আনাসহ বেশ কিছু পদক্ষেপ জরুরি। তবে তার পাশাপাশি নগরবাসীকেও সচেতন হতে হবে।’ 

আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে সিলেট নগরের একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত ‘যানজট নিরসনে স্থানীয় কর্তৃপক্ষের সমন্বয় সভায় বক্তারা এসব কথা বলেন।

সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, পরিবহন সমিতির কর্মকর্তাবৃন্দসহ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সিলেট সিটি করপোরেশন, সমাজসেবা, অগ্নিনির্বাপক এবং সিলেট মহানগর পুলিশের (ট্র্যাফিক) কর্মকর্তাগণের উপস্থিতিতে সিলেট শহরের  যানজটের কারণ এবং সেটা নিরসনে সকলের সমন্বয়ের গুরুত্ব নিয়ে আলোচনা হয়।

সভায় মুখ্য আলোচক হিসিবে বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান হোসেন চৌধুরী, সিলেট মহানগর পুলিশের ডেপুটি কমিশনার (ট্রাফিক) মো. মাহফুজুর রহমান, সিলেট সিটি করপোরেশনের সুপারেন্টেন্ড ইঞ্জিনিয়ার মো. আলী আকবর। 

আলোচনায় বক্তারা বলেন, ‘আমারও নয়, আপনারও নয়, বরং আমাদের সম্মিলিত প্রয়াসই সঠিক সমাধানের পথ বাতলে দিবে। আর তাই পারস্পারিক সমন্নয়ের গুরুত্ব  অপরিসীম।’ তারা বলেন, ‘সিলেট নগরের তীব্র যানজট নিরসনে স্থানীয় প্রসাশনের সঙ্গে সমাজের সকল পর্যায়ের অংশগ্রহণ এবং সমন্বয়ের মাধ্যমে এগিয়ে চলাটা এখন গুরুত্বপূর্ণ।’

উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন  রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে জেলা বিএনপির সহ সভাপতি সামিয়া বেগম চৌধুরী, মহানগর বিএনপির সহ সভাপতি নিগার সুলতানা ডেইজী, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমীন তামান্না,  সিলেট জেলা বাস-ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সেক্রেটারী, সিএনজি এসোসিয়েশের সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।  একাধিক সাংবাদিকও আলোচনায় অংশ নেন।

আলোচনা সভার এক পর্যায়ে যানজট নিরসনে বিভিন্ন সমাধান সম্মলিত একটি প্রতিবেদন সিলেট সিটি করপোরেশনের সুপারেন্টেন্ড ইঞ্জিনিয়ার মো. আলী আকবর এবং সিলেট মহানগর প্রলিশের ডেপুটি কমিশনার (ট্রাফিক) মো. মাহফুজুর রহমানের হাতে তুলে দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান হোসেন চৌধুরী এবং সিলেট মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের সাধারণ সম্পাদক এবং বিএনপি মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আহমেদ মুকুল ।

সিলেট মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের উদ্যোগে এবং ইউকেএইড-এর প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন সিলেট মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের সাধারণ সম্পাদক এবং বিএনপি মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল মোরশেদ।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন সংস্থার সিলেট বিভাগের দায়িত্বে নিয়োজিত সিনিয়র রিজিওনাল ম্যানেজার, মো. নাঈমুর রহমান এবং প্রোগ্রাম মানেজার, আসরুপা হক চৌধুরী ।


এএফ/০৭