নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৬, ২০২৫
০৫:০২ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৬, ২০২৫
০৫:১২ অপরাহ্ন
প্রাবন্ধিক পার্থ প্রতিম নাথ-এর ‘রাতারগুলের ছাতা’ গ্রন্থের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন হয়েছে গতকাল বুধবার। সিলেট নগরের মীরবক্সটুলা এলাকার রেইনবো চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে সন্ধ্যা সাতটায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক সিলেট মিরর সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি আহমেদ নূর। প্রধান আলোচক ছিলেন কবি ও গবেষক ড. মোস্তাক আহমাদ দীন।
কবি ও ভাস্কর সম্পাদক পুলিন রায়ের সভাপতিত্বে এবং লেখক সঞ্জয় কুমার নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন দৈনিক সিলেট মিরর প্রধান বার্তা সম্পাদক জিয়াউস শামস্ শাহীন, সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, কবি ও সাহিত্যের ছোট কাগজ অগ্নিশিখা’র সম্পাদক সুমন বনিক, লেখক ও সাংবাদিক ইয়াহইয়া ফজল।
আলোচনায় অংশ নেন ও উপস্থিত ছিলেন সাংবাদিক আহমদ ইয়াসিন, সাংবাদিক ইয়াহইয়া মারুফ, গল্পকার মাসুদা সিদ্দিকা রুহী, সংস্কৃতিকর্মী মাহফুজুর রহমান, কবি ও প্রচ্ছদশিল্পী নাওয়াজ মারজান, কবি সাইয়্যিদ মুজাদ্দিদ, কবি হোসাইন ফাহিম, সিলেট সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আলাউদ্দিন তালুকদার, আলোচিত্রী সাংবাদিক শেখ নাসির, নোমান আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক আহমেদ নূর বলেন, ‘রাতারগুলের ছাতা গ্রন্থটি লেখকের মেধা-মনন ও চিন্তা-চেতনার বহিঃপ্রকাশ। পার্থ প্রতিম নাথ তাঁর প্রথম বইয়ের মাধ্যমেই একজন ভালো লেখক হিসেবে নিজের জানান দিতে পেরেছেন। আমরা চাই জীবনের ঘাত-প্রতিঘাত উঠে আসুক লেখকদের লেখায়। পরবর্তী সময়ে পার্থ আরও ভালো লেখা আমাদেরকে উপহার দেবেন এ প্রত্যাশা।’
প্রধান আলোচক ড. মোস্তাক আহমাদ দীন বলেন, ‘বইটি আমি যতটুকু পড়েছি তাতে মনে হয়েছে এটি একটি শ্রমসাধ্য গ্রন্থ। লেখক একাধিক বিষয় নিয়ে প্রবন্ধ লিখেছেন। তিনি রবীন্দ্রনাথ ও নজরুলকে নিয়েও লিখেছেন। তাঁর পিতা শিক্ষক প্রতুল চন্দ্র নাথের শিক্ষকতা জীবনের যে চিত্র লেখক অংকন করেছেন তা চিত্রকল্পের মতোই চোখে ভাসছে। পার্থ প্রতিম নাথ একজন রম্য লেখক। তবে লেখক বেশ কিছু সিরিয়াস টাইপ প্রবন্ধও লিখেছেন। সেগুলোর কিছু কিছু লাইনে আরেকটু গভীরে গেলে লেখার বিষয়বস্তু আরও বেশি গুরুত্ব পাবে বলে মনে করি।
এএফ/০৪