নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৬, ২০২৫
০৮:০১ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৬, ২০২৫
০৯:১৮ অপরাহ্ন
মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট। বুধবার দিবাগত বাংলাদেশ সময় রাত ২টা ৫৬ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্প পর্যবেক্ষণ বিষয়ক সংস্থা ইউএসজিএস এর তথ্য মতে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের গোয়াহাটির কাছাকাছি খারুপটিয়া।
ভূমিকম্পের গভীরতা ছিল মাটি থেকে মাত্র ১৬ কিলোমিটার (১০ মাইল) গভীরে। ভূমিকম্পের গভীরতা কম হওয়ায় এটি কেন্দ্রের কাছে একই সমমানের ম্যাগনিটুয়ের গভীর ভূমিকম্পের তুলনায় অনেক বেশি শক্তিশালী মনে হয়েছে।
তবে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে সিলেটের কোথাও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
এ দিন যখন অাসমের বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন তখনই তাঁরা টের পান যে ভূমিকম্প হচ্ছে। এই ভূমিকম্প অনুভূত হয় গুয়াহাটি শহর ছাড়াও অসমের অনেক জায়গাতেই। রাতেই অনেকেই আতঙ্কে ঘরের বাইরে চলে আসেন। অসম ছাড়াও এই কম্পন অনুভূত হয়েছে লাগোয়া বাংলাদেশ এবং ভুটানেও। তবে রাত সাড়ে তিনটে পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এ ভূমিকম্প আরো অনুভূত হয় ভারতের গুয়াহাটি শহর ছাড়াও অসমের অনেক জায়গায়। অসম ছাড়াও এই কম্পন অনুভূত হয়েছে লাগোয়া ভুটানেও।
এই ভুমিকম্প অনুভূত হয়েছে উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যেও। উল্লেখ্য, অসম-সহ উত্তর-পূর্ব ভারত ভুমিকম্প প্রবণ এলাকায় অবস্থিত।
এএফ/০৪