ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সভাপতি হলেন শাহান

সিলেট মিরর ডেস্ক


মার্চ ২১, ২০২৫
১২:২৪ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২১, ২০২৫
১২:২৪ পূর্বাহ্ন



ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সভাপতি হলেন শাহান


সিলেটের গোলাপগঞ্জের ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি হয়েছেন সমাজসেবী ও  শিক্ষানুরাগী আবিদুল হক শাহান। গত বুধবার (১৯ মার্চ) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. সৈয়দ মোয়াজ্জেম হুসেন স্বাক্ষরিত এক পত্রে তাকে এ পদে মনোনীত করা হয়।

আবিদুল হক শাহান দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন। এছাড়াও তিনি শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কাজ করছেন। তিনি এলাকার উন্নয়নের জন্য সকলকে নিয়ে কাজ করে যাচ্ছেন। তিনি সমাজ উন্নয়ন এবং শিক্ষার মান উন্নয়নে আরো কাজ করতে চান সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।



এএফ/০১