ভারতীয় অবৈধ মোটরসাইকেলসহ জৈন্তাপুরে গ্রেপ্তার ৩

সিলেট মিরর ডেস্ক


মে ১৯, ২০২৫
০৩:৩৯ অপরাহ্ন


আপডেট : মে ১৯, ২০২৫
০৩:৪৪ অপরাহ্ন



ভারতীয় অবৈধ মোটরসাইকেলসহ জৈন্তাপুরে গ্রেপ্তার ৩

ভারতীয় অবৈধ মোটরসাইকেলসহ জৈন্তাপুরে গ্রেপ্তার ৩


সিলেটের জৈন্তাপুর থানাপুলিশের অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা ‘ইয়ামাহা-আর১৫’ মোটরসাইকেলসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে চোরাচালানের মোটরসাইকেলসহ পৃথক ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

রোববার (১৮ মে) জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকা থেকে অভিযান পরিচালনা করে মোটরসাইকেলসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ফেনী জেলার দাগনভুঁইয়া উপজেলার কামু পাটুয়ারীবাড়ী সেকান্দারপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে আবদুল্লাহ আল সাবের শান্ত (২৩), ফেনী সদরের মিজানপাড়া গ্রামের ফিরোজ মিয়ার ছেলে ওমর ফারুক (২২) এবং জৈন্তাপুর উপজেলার ডৌডিক গ্রামের মৃত আবদুল লতিফের ছেলে আশিকুল ইসলাম (২৫)।

পুলিশ জানায়, রোববার (১৮ মে) রাত সাড়ে ১২ টায় পুলিশের একটি টহল টিম জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের শেলটেক কোম্পানির গেইটের সম্মুখ হতে ভারতীয় চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসা ‘নীল-সাদা রঙয়ের ১টি ইয়ামাহ-আর১৫’ মোটরসাইকেলসহ ৩ জনকে গ্রেপ্তার করে। ওই সময় পুলিশি অভিযান টের পেয়ে চোরাচালানে জড়িত একজন চোরাকারবারী পালিয়ে যায়।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, ‘পলাতক একজন আসামিসহ মোট ৪ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।’

জিসি / ০৪