কোম্পানীগঞ্জে হামলায় যুবক আহত ; থানায় অভিযোগ

সিলেট মিরর ডেস্ক


মে ২০, ২০২৫
০৩:০১ অপরাহ্ন


আপডেট : মে ২০, ২০২৫
০৩:০৭ অপরাহ্ন



কোম্পানীগঞ্জে হামলায় যুবক আহত ; থানায় অভিযোগ

কোম্পানীগঞ্জে হামলায় যুবক আহত ; থানায় অভিযোগ


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ইমাম উদ্দিন নামে এক যুবককে কুপিয়ে আহত করার খবর পাওয়া গেছে। ঘটনায় যুবককে মারধর করে ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে থানায় লিখিত ভাবে অভিযোগ দায়ের করা হয়েছে।

সোমবার (১৯ মে) সকালে উপজেলার দক্ষিণ বুড়দেও গাংপাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত ইমাম উদ্দিন (২৭) পশ্চিম ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ বুড়দেও গাংপাড়ের বীর মুক্তিযোদ্ধা শমসির আলীর ছেলে।

এ ঘটনায় আহতের ভাই আল আমিন বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগসুত্রে জানা যায়, সকালে ইমাম উদ্দিন বড়ভাই আল আমিনের মালিকানাধীন 'আল্লাহ ভরসা ইলেকট্রিক' দোকানে রাখা ২ লাখ টাকা নিয়ে বাড়ীতে যাওয়ার পথে হামলার শিকার হন। এসময় প্রতিবেশী সফিক মিয়া ও তার সহযোগীরা ইমাম উদ্দিনকে রাস্তায় আটকিয়ে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও মারধর করে তার সঙ্গে থাকা ২ লক্ষ টাকা ছিনিয়ে নেয়।

স্থানীয়রা আহতের চিৎকার শুনে এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। আহত ইমাম উদ্দিনকে স্থানীয়রা উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন।

 এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, পূর্বশত্রুতার জেরে মারামারির খবর পেয়েছি। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জিসি / ০২