চা শ্রমিক দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি 'চা শ্রমিক ঐক'র

সিলেট মিরর ডেস্ক


মে ২০, ২০২৫
০৮:১৬ অপরাহ্ন


আপডেট : মে ২০, ২০২৫
০৮:১৬ অপরাহ্ন



চা শ্রমিক দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি 'চা শ্রমিক ঐক'র
'মুল্লুক চলো' আন্দোলনের ১০৪তম বার্ষিকী


চা শ্রমিক ঐক্য' কেন্দ্রীয় কমিটির উদ্যোগে দেশব্যাপী ঐতিহাসিক মুল্লুক চলো আন্দোলনের ১০৪তম বার্ষিকী পালন হয়েছে।

আজ মঙ্গলবার (২০ মে) মালনীছড়া, হিলুয়াছড়া, লাক্কাতুরা,দলদলি, কালাগুল,বুরজান,লালাখাল,শ্রীবাড়ি,বটতলসহ বিভিন্ন বাগানে আলোচনা সভা,মিছিল ও শহীদ স্মরণে অস্থায়ী শহীদবেদী নির্মাণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

কেন্দ্রীয় ভাবে মালনীছড়া চা বাগানে আলোচনা সভা ও মিছিল অনুষ্ঠিত হয়। প্রবল প্রাকৃতিক দুর্যোগের কারণে নির্ধারণ আয়োজন সংক্ষিপ্ত পরিসরে সম্পন্ন হয়। চা শ্রমিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সভাপতি অজিত রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বচন কালোয়ারের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, চা শ্রমিক ঐক্য'র উপদেষ্টা ও বাসদ মার্কসবাদী সিলেট জেলা সাংগঠনিক কমিটির সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস, সংগঠনের সাংগঠনিক সম্পাদক অধীর বাউরী, সহসাধারণ সম্পাদক রবি মাল,সাংস্কৃতিক সম্পাদক চঞ্চল বাক্তি,দপ্তর সম্পাদক চম্পক বাউরী,সদস্য লিপি গঞ্জু প্রমুখ। 

আলোচনা সভায় বক্তারা বলেন, ঐতিহাসিক মুল্লুক চলো আন্দোলন শুধু চা শ্রমিক নয়,এ অঞ্চলের বৃটিশ বিরোধী আন্দোলনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯২১ সালের ২০মে চাঁদপুরের স্টিমারঘাটে সংঘটিত এ হত্যাকাণ্ডকে তৎকালীন পত্রিকা জালিওয়ালাবাগের হত্যাকান্ডের চেয়েও নৃশংস হত্যাকান্ড বলে চিহ্নিত করেছিল। অথচ এর ১০৪ বছর অতিবাহিত হলেও এখন রাষ্ট্রীয় স্বীকৃত মেলেনি। অবিলম্বে দিবসটিকে চা শ্রমিক দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃত ও সবেতন ছুটি এবং এ ইতিহাসকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা জরুরি। আজ যখন এই দিবসটি পালিত হচ্ছে তখন চা শ্রমিকদের মজুরি মাত্র ১৭৮.৫টাকা। যা দিয়ে কোন ভাবেই জীবন চলে না। বর্তমান পরিস্থিতিতে চা শ্রমিকদের দৈনিক মজুরি ৬শ টাকা করা দরকার। সম্প্রতি আমরা দেখলাম শ্রম উপদেষ্টা চা শ্রমিক নেতাদের সাথে বৈঠক করেছেন। তিনি চা পাতার দাম বাড়লে শ্রমিকদের মজুরি বাড়ার কথা বলেছেন। আমরা মনে করি, এটি শ্রমিকদের সাথে প্রহসন। চা পাতার দামের সাথে কখন মজুরি নির্ভর করতে পারে না। আমরা উপদেষ্টার এ বক্তব্যের তীব্র নিন্দা জানাই। একই সাথে বন্ধ ও রুগ্ন চা বাগান গুলিকে সরকারি উদ্যোগে পরিচালনার আহ্বান জানাই। বর্তমানে চা শ্রমিকদের শিক্ষা ও স্বাস্থ্যের অবস্থা খুবই করুন। তাই প্রতি বাগানে সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ ও এমবিবিএস ডাক্তার ও মিঢওয়াইফ নিয়োগের দাবি করছি। একই সাথে চা বাগানের ভূমিতে চা শ্রমিকদের আইসি অধিকারও নিশ্চিত করতে হবে।

বক্তারা আরো বলেন, ঐতিহাসিক মুল্লুক চলো আন্দোলন চা শ্রমিক মাথা উচু করে বাঁচাতে শেখায়। অন্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়ে জীবন উৎসর্গের প্রেরনা দেয়া। এই দিবসটি চা শ্রমিকদের চেতনার বাতিঘর হিসেবে আপোষহীন লড়াই গড়ে তুলতে পথ দেখাবে।


এএফ/০৫