নিজস্ব প্রতিবেদক
মে ২৫, ২০২৫
০৩:৩০ অপরাহ্ন
আপডেট : মে ২৫, ২০২৫
০৩:৩৫ অপরাহ্ন
সাদাপাথর লুটপাটে বাধা ফটোগ্রাফারকে মারধর ,ক্যামেরা ছিনতাই
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র "ভোলাগঞ্জ সাদাপাথর" পর্যটকদের প্রধান আকর্ষণ সাদা পাথর লুটপাটে বাঁধা দেওয়াতে মো. এমাদ আহমদ (২১) নামের ফটোগ্রাফারকে মারধর করে ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
সে কোম্পানীগঞ্জ ফটোগ্রাফার সোসাইটির সদস্য ও উপজেলার নাজিরগাঁও গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী এমাদ আহমদ জানান, শনিবার (২৪ মে) দুপুরে ভোলাগঞ্জ এলাকায় পাথর লুটপাটে বাধা দেন তিনি এবং আরও কয়েকজন ফটোগ্রাফার, দোকানদার ও পর্যটক। এতে ক্ষিপ্ত হয়ে বারকি শ্রমিকদের একটি দল হুমকি দেয়, তোমাদের দেখে নেব।
পরে সন্ধ্যা ৬টার দিকে কালাইরাগ এলাকা দিয়ে বাড়ি ফেরার পথে লালপাথর হাজির বাগান এলাকায় পূর্বপরিকল্পিতভাবে চার যুবক তার ওপর হামলা চালায়। হামলাকারীরা হলেন উত্তর রণীখাই ইউনিয়নের কালাইরাগ গ্রামের আবু বক্কর মিয়া (২৩), মানিক মিয়া (২৫), আশিক মিয়া (২৩) ও হাছন মিয়া (২৬)। তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে এমাদকে বেধড়ক মারধর করেন এবং তার সঙ্গে থাকা ক্যানন ৭০০ডি ক্যামেরা (বাজারমূল্য আনুমানিক ৬৫ হাজার টাকা) ছিনিয়ে নেন।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীদের সহায়তায় আহত এমাদকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় এমাদ কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন।
উপজেলার ৫নং উত্তর রণীখাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদিন বলেন, “দু'পক্ষই আমাদের এলাকার। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।”
কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসেন সুমন জানান পাথর লুটে বাধা দেওয়া আমাদের ফটোগ্রাফারের উপর হামলা করা হয়েছে। এই ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। আমরা মানববন্ধন পালন করেছি। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
জিসি / ০৬