কানাইঘাটে দুর্বৃত্তের হামলায় শ্রমিক নেতা খুন

কানাইঘাট প্রতিনিধি


মে ২৮, ২০২৫
০২:৩৪ অপরাহ্ন


আপডেট : মে ২৮, ২০২৫
০৮:৩৬ অপরাহ্ন



কানাইঘাটে দুর্বৃত্তের হামলায় শ্রমিক নেতা খুন


সিলেটের কানাইঘাট উপজেলায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে শিহাব উদ্দিন (৪২) নামে এক শ্রমিক নেতা নিহত হয়েছেন। 

নিহত শিহাব বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ৯ নম্বর রাজাগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি। তিনি রাজাগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খালোপার গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে নিহত শিহাব উদ্দিন নিজের ব্যবসায়িক কাজে বাড়ির পাশের একটি সমিলের পাশে অবস্থান করছিলেন। এসময় দুর্বৃত্তরা তার উপর অতর্কিত হামলা চালায়। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করে  সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শিহাব উদ্দিনের বড় ভাই মাসুক উদ্দিন জানান, ব্যবসায়িক ও রাজনৈতিক দ্বন্দ্বে আমার ভাইকে খুন করা হয়েছে। খুনিরা চিহ্নিত এবং আওয়ামী লীগের রাজনীতির সাথে  জড়িত।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল জানান,শিহাব উদ্দিন খুনের সংবাদ পেয়ে আমরা রাতে ঘটনাস্থলে যাই। আসামীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।


এমআর-০১/এএফ-০৪