সিলেটে অর্ধকোটি টাকার চোরাই ক্রিম জব্দ : আটক ১

সিলেট মিরর ডেস্ক


মে ২৮, ২০২৫
০৩:৫৫ অপরাহ্ন


আপডেট : মে ২৮, ২০২৫
০৪:০৬ অপরাহ্ন



সিলেটে অর্ধকোটি টাকার চোরাই ক্রিম জব্দ : আটক ১

সিলেটে অর্ধকোটি টাকার চোরাই ক্রিম জব্দ : আটক ১


সিলেটে অর্ধকোটি টাকারও বেশি মূল্যের ভারতীয় চোরাই ক্রিম জব্দ করেছে পুলিশ। এসময় আটক করা হয়েছে একজনকে । 

আটককৃত আবুল কাশেম (১৯) গোয়াইনঘাট থানার বাঘের সড়ক খাগড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে। তিনি এসব পণ্যবহণকারী কাভার্ড ভ্যানের চালক।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার বিকেলে শাহপরাণ (রহঃ) থানাধীন সুরমা গেইট পয়েন্টে চেকপোস্ট করাকালে একটি রেজিষ্ট্রিশন বিহীন নেভী ব্লু মিনি কাভার্ড ভ্যানকে থামার সংকেত দিলে সেটি পালিয়ে যেতে থাকে। এসময় পুলিশ ধাওয়া দিয়ে সিলেট সরকারি কলেজের সামনে এসে ওই গাড়িটি আটক করে। এসময় কাভার্ড ভ্যান থেকে ভারতীয় তৈরি ১২ হাজার ৩শ পিস স্কিন শাইন ক্রিম জব্দ করে। যার প্রতিটির বাজার মূল্য অনুমান ৪শ ১৫ টাকা করে মোট মূল্য ৫১ লাখ ৪ হাজার ৫শ টাকা ।

বিষয়টি নিশ্চিত করে এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবুল কাশেম জানিয়েছে এই চোরাচালানের সাথে অজ্ঞাতনামা আরো ২/৩ জন জড়িত রয়েছে বলে জানিয়েছে।

জিসি / ০৪