কানাইঘাটে জামায়াত নেতা খুন: আ. লীগ ও যুবলীগের ৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

কানাইঘাট প্রতিনিধি


মে ২৮, ২০২৫
০৮:৫২ অপরাহ্ন


আপডেট : মে ২৮, ২০২৫
০৮:৫২ অপরাহ্ন



কানাইঘাটে জামায়াত নেতা খুন: আ. লীগ ও যুবলীগের ৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা


সিলেটের কানাইঘাটের রাজাগঞ্জে গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে হত্যাকান্ডের স্বীকার জামায়াতে ইসলামের শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা ব্যবসায়ী শিহাব উদ্দিন (৪২) হত্যকান্ডের ঘটনায় কানাইঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।

আজ বুধবার নিহতের স্ত্রী হেপী বেগম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে আরো ৪/৫ জন অজ্ঞাতনামা আসামী করে হত্যা মামলা দায়ের করেন। খবর পেয়ে মঙ্গলবার রাতে শ্রমিক নেতা শিহাব উদ্দিন হত্যাকান্ডের ঘটনাস্থল থানার ওসি আব্দুল আউয়াল পরিদর্শন করেন। পুলিশ বিভিন্ন এলাকায় হত্যাকারীদের গ্রেফতার করতে অভিযান চালালেও এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। তবে আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে ওসি আব্দুল আউয়াল জানিয়েছেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে স্থানীয় খালপার সমিল সংলগ্ন স্থানে গাড়ী থেকে ইট আনলোড করাচ্ছিলেন। এ সময় পূর্ব পরিকল্পিত ভাবে একই গ্রামের ইসলাম উদ্দিন @ বগলাই এর চার ছেলে শিব্বির আহমদ (২৭), শহিদুল ইসলাম (৩৬), জামাল আহমদ (৪৩), কামাল আহমদ (৩৯) ও মৃত আনফর আলীর পুত্র লুৎফুর রহমান (৪৮) সহ অজ্ঞাতনামা আরও ৪/৫জন দলবদ্ধ হয়ে ছুরা, রাম দা, লোহার পাইপ, ইত্যাদি সহকারে শিহাব উদ্দিনকে পূর্ব আক্রোশে হত্যার উদ্দেশ্যে অতর্কিত ভাবে আক্রমন করে। হামলাকারীরা তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন শিহাব উদ্দিনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় জামায়াত শিবিরের নেতাকর্মীরা জানান, শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা শিহাব উদ্দিনের হত্যাকারীরা রাজাগঞ্জ ইউনিয়নের চিহ্নিত যুবলীগ ও আওয়ামীলীগের নেতাকর্মী। তাদের মধ্যে হত্যাকারী লুৎফুর রহমান ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং শহিদুল ইসলাম ইউপি যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তার ভাই শিব্বির যুবলীগ নেতা। এদের চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় মূলত শিহাব উদ্দিনকে নির্মমভাবে হত্যা করেছে তারা। আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে বেশ কয়েকটি মিথ্যা মামলায় ব্যবসায়ী শিহাব উদ্দিন জেলও খাটেন বলে পরিবারের সদস্যরা জানান।  

এদিকে চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় এলাকার চিহ্নিত অপরাধী ও দুর্বৃত্তদের হাতে উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের খালগ্রামের মৃত মজু মিয়ার পুত্র ব্যবসায়ী ও রাজাগঞ্জ ইউনিয়ন শাখা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শিহাব উদ্দিন নিহতের ঘটনায় এলাকায় জনমনে তীব্র ক্ষোভ বিরাজ করছে। হত্যাকান্ডের খবর পেয়ে জামায়াত শিবিরের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ নিহতের বাড়িতে ছুটে যান এবং হত্যাকারীদের দ্রæত গ্রেফতারের দাবী জানান।

নিহতের স্বজনরা জানিয়েছেন, ময়না তদন্ত শেষে আজ বুধবার রাতে শিহাব উদ্দিনের জানাজার নামাজ নিজ গ্রামে সম্পন্ন হবে।

 

এমআর-০২/এএফ-০৭