সিলেটে প্রতিবন্ধী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলা, গ্রেপ্তার ৩

কানাইঘাট প্রতিনিধি


জুলাই ০৪, ২০২৫
০৯:৫৭ অপরাহ্ন


আপডেট : জুলাই ০৪, ২০২৫
০৯:৫৭ অপরাহ্ন



সিলেটে প্রতিবন্ধী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলা, গ্রেপ্তার ৩


সিলেটের কানাইঘাট উপজেলায় বুদ্ধিপ্রতিবন্ধী এক তরুণীকে (১৮) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের পর আজ শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ধর্ষণ মামলায় কানাইঘাট উপজেলা সদর ইউনিয়নের উমাগড় গ্রামের নিখিল দাসের ছেলে ও মাইক্রোবাস চালক শুভঙ্কর দাস (২৭), একই উপজেলার বীরদল কচুপাড়া গ্রামের ফরিদ আহমদের ছেলে বাবুল আহমদ (২৮) এবং চটিগ্রাম গ্রামের বাবুল মিয়ার ছেলে ও পিকআপ চালক ফাহাদ মিয়াকে (২৫) গ্রেপ্তার করা হয়।

গত মঙ্গলবার রাতে ধর্ষণের ঘটনা ঘটে বলে মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে ওই তরুণী তিন জন লোক তাকে ধর্ষণ করেছে বলে জানিয়েছেন।

তরুণীর মা দাবি করেন, তার মেয়ে বুদ্ধিপ্রতিবন্ধী। মাঝেমধ্যে সে কাউকে কিছু না বলে ঘর থেকে বের হয়ে যায়।

পরে আশপাশে খোঁজাখুঁজি করে তাকে নিয়ে আসেন। মঙ্গলবার রাতে একইভাবে সে ঘর থেকে বের হয়ে গিয়েছিল। এ সময় ধর্ষণের শিকার হন তার মেয়ে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, ‘বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েটিকে বাড়ির অদূরে বীরদল খালোমোরা নামক স্থানে রাস্তার পাশে একা পেয়ে গ্রেপ্তারকৃত ৩ জন নোহা গাড়িতে উঠিয়ে নিয়ে ধর্ষণ করেছে বলে তার পরিবার জানিয়েছে।

ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলার পর ভিকটিমের জবানবন্দি গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে নেওয়া হয়েছে।’


এমআর-০১/এএফ-০৪