শাবিপ্রবি প্রতিনিধি
জুলাই ০৫, ২০২৫
০৫:০৬ অপরাহ্ন
আপডেট : জুলাই ০৫, ২০২৫
০৫:০৮ অপরাহ্ন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৪র্থ কার্যনির্বাহী কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪জুলাই) বিকালে সমাজবিজ্ঞান বিভাগে সভাটি অনুষ্ঠিত হয়। এতে অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়ার সঞ্চালনায় কার্যনির্বাহী কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
সভাতে অ্যাসোসিয়েশনের আগামী দুই বছরের কর্মপন্থা নিয়ে আলোচনা করা হয়। এছাড়া অগ্রাধিকারভিত্তিতে নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে ছিল সংগঠনের আজীবন সদস্য ও সাধারণ সদস্য সংগ্রহ বেগবান করা, ব্যাচভিত্তিক ডাটাবেজ প্রস্তুতকরণ, সংগঠনের কার্যক্রম নিয়ে ক্যালেন্ডার প্রস্তুতকরণ, বিভাগের অ্যাকাডেমিক কাজে সহায়তা (পোস্টার প্রেজেন্টেশন, রিসার্চ ও থিসিসে অর্থায়ন, ক্যারিয়ার গাইডলাইন, বৃত্তি প্রদান প্রভৃতি), বার্ষিক বনভোজন, ইনডোর ও আউটডোর খেলা, রিইউনিয়ন, শিক্ষক সম্মাননা ইত্যাদি।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী অক্টোবরের ভেতরে সদস্যদের যে কেউ পাঁচ হাজার টাকা দিয়ে আজীবন সদস্য হতে পারবেন। এরপর আজীবন সদস্য হতে হলে পূর্বনির্ধারিত দশ হাজার টাকা প্রদান করতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা কমিটির সদস্য ও বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আল-আমীন এবং বিভাগটির অধ্যাপক ড. মো. আবদুল গনি। এছাড়া সহ সভাপতি মাসুক আহমেদ, অর্থ সম্পাদক জাহাঙ্গীর হাসান, সাংগঠনিক সম্পাদক মো. নুরুল হক ও মিল্টন রায় চৌধুরী, গবেষণা ও প্রচার সম্পাদক আবদুল্লাহ আল নোমান ও জুবেলী বেগমসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভা থেকে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কাজকে বেগবান করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
এএফ/০৪