নিজস্ব প্রতিবেদক
জুলাই ০৮, ২০২৫
০৩:০১ অপরাহ্ন
আপডেট : জুলাই ০৮, ২০২৫
০৩:০৩ অপরাহ্ন
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদের অপসারণ, সকল পাথর কোয়ারি খুলে দেওয়াসহ ৬ দফা দাবিতে সিলেটে শুরু হওয়া অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
আজ মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৩টায় সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়ে বৈঠকের আহবানের প্রেক্ষিতে জনভোগান্তি বিবেচনায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট জেলা সড়ক পরিবহণ বাস-মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম।
তিনি বলেন, ‘বিভাগীয় কমিশনারের নির্দেশে ইতিমধ্যে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে। আমাদের ৬টি দাবি প্রশাসন আমলে নিয়েছে এবং এ বিষয়ে আলোচনা করার জন্য আহবান জানানো হয়েছে বিকেল ৩টায়।’
তিনি আরো বলেন, ‘জনসাধারণের ভোগান্তি, পরীক্ষার্থীদের কষ্ট ও আলোচনায় আমাদের দাবি মেনে নেয়ার আশ্বাসের প্রেক্ষিতে আমরা পরিবহন ধর্মঘট আপাতত প্রত্যাহার করে নিচ্ছি। বৈঠক শেষে আমাদের পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
আজ মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৬টা থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্যপরিষদ। সকাল থেকে সিলেট থেকে স্বল্প কিংবা দুরপাল্লার কোন গণপরিবহন ছেড়ে না যাওয়ায় চরম ভোগান্তিতে পরেন যাত্রীরা।
পরিবহন মালিক-শ্রমিকদের ৬ দফা দাবিগুলো হচ্ছে, সড়ক পরিবহণ আইন ২-১৮ এর ৩৬ ধারা প্রদত্ত ক্ষমতাবলে সরকার বাস মিনিবাসের ক্ষেত্রে ২০, ট্রাক পিকআপ কাভার্ডভ্যানের ক্ষেত্রে ১৫ ও সিএনজি ইমা ও লেগুনার ক্ষেত্রে ১৫ বছর ইকোনোমিক লাইফ নির্ধারণ করার প্রজ্ঞাপন বাতিল, সিলেটের সব পাথর কোয়ারির ইজারা স্থগিতাদেশ প্রত্যাহার ও সনাতন পদ্ধতিতে বালু মহাল এবং পাথর কোয়ারি খুলে দেওয়া, বিআরটিএ কর্তৃক গাড়ির ফিটনেস সার্টিফিকেট প্রদানে ঠিকাদারি প্রতিষ্ঠানের ছাড়পত্র বাতিল ও গণপরিবহণের উপর আরোপিত বর্ধিত ট্যাক্স প্রত্যাহার, সিলেটের সব ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ বন্ধ, বিদ্যুতের মিটার ফেরত ও ভাংচুরকৃত মিলের ক্ষতিপূরণ এবং গাড়ি থেকে নিয়ে যাওয়া পাথর-বালুর ক্ষতিপূরণ, সিলেটের জেলা প্রশাসক মুহাম্মদ শের মাহবুব মুরাদকে প্রত্যাহার এবং বালু পাথরসহ পণ্যবাহি গাড়ির চালকদের হয়রানি না করা।
এএফ/০২