নিজস্ব প্রতিবেদক
জুলাই ১১, ২০২৫
০৬:৪০ অপরাহ্ন
আপডেট : জুলাই ১১, ২০২৫
০৬:৪৯ অপরাহ্ন
ত্রিয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগের ১৯ আসনে নিজেদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে খেলাফত মজলিস।
আজ শুক্রবার (১১ জুলাই) বিকাল ৫টায় নগরের জিন্দাবারের হোটেল গোল্ডেন সিটির হলরুমে সংবাদ সম্মেলন আয়োজন করে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন খেলাফত মজলিসের প্রতিষ্ঠাতা মহাসচিব ও বর্তমান উপদেষ্টা ভাষা সৈনিক অধ্যক্ষ মুহাম্মদ মাসউদ খান।
এসময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আবদুল বাসিত আজাদ, মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমীর প্রিন্সিপাল মাওলানা মজদুদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, ডা. এ এ তাওসীফসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।
ঘোষণা অনুযায়ী সিলেট জেলার ৬ আসনের মধ্যে সিলেট-১ আসনে দলের সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সিলেট-২ আসনে দলের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, সিলেট-৩ আসনে সিলেট জেলার সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, সিলেট-৪ আসনে দলের কেন্দ্রীয় ওলামা বিষয়ক সম্পাদক মুফতী আলী হাসান উসামা, সিলেট-৫ আসনে সিলেট জেলা কমিটির উপদেষ্টা মুফতী আবুল হাসান এবং সিলেট-৬ আসনে খেলাফত মজলিস যুক্তরাজ্য দক্ষিণ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান প্রার্থী করা হয়েছে।
সুনামগঞ্জ জেলার ৫ আসনের মধ্যে সুনামগঞ্জ-১ আসনে খেলাফত মজলিসের সিলেট জেলার সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ফজর আলীকে, সুনামগঞ্জে-২ আসন দলের সুনামগঞ্জ জেলার সিনিয়র সহসভাপতি সাখাওত হোসেন মোহনকে, সুনামগঞ্জ-৩ আসনে দলের লন্ডন মহানগরের তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মুশতাক আহমদকে, সুনামগঞ্জ-৪ আসনে যুক্তরাজ্যের লুটন শাখার সহ সেক্রেটারি মাওলানা আমিরুল ইসলামকে এবং সুনামগঞ্জ-৫ আসনে দলের লন্ডন মহানগর সহ সভাপতি হাফিজ মাওলানা আবদুল কাদিরকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
মৌলভীবাজার জেলার ৪ আসনে দলীয় প্রার্থী করা হয়েছে। এর মধ্যে মৌলভীবাজার-১ আসনে খেলাফত মজলিস কাতার শাখার সহ সভাপতি মাওলানা লুকমান আহমদকে, মৌলভীবাজার-২ আসনে অধ্যক্ষ সাইফুর রহমান খোকনকে, মৌলভীবাজার-৩ আসনে মাওলানা আহমদ বিলালকে এবং মৌলভীবাজার-৪ আসনে মাওলানা নূরুল মুত্তাকীন জুনায়দকে প্রার্থী করা হয়েছে।
হবিগঞ্জের ৪ আসনের মধ্যে হবিগঞ্জ-১ আসনে খেলাফত মজলিস হবিগঞ্জ জেলার সহ সাধারণ সম্পাদক মাওলানা আবদুল কাইয়ূম জাকিকে, হবিগঞ্জ-২ আসনে আমীরে মজলিস মাওলানা আবদুল বাসিত আজাদকে, হবিগঞ্জ-৩ আসনে দলের হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছরওয়ার রহমান চৌধুরী এবং হবিগঞ্জ-৪ আসনে দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
এএফ/০১