সিলেট মিরর ডেস্ক
জুলাই ১৩, ২০২৫
০৫:৩৯ অপরাহ্ন
আপডেট : জুলাই ১৩, ২০২৫
০৫:৩৯ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়ন কমিটি গঠিত হয়েছে। শওকত আলীকে সভাপতি ও রেনু মিয়াকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে।
সম্প্রতি জাতীয়তাবাদাী কৃষক দল গোলাপগঞ্জ উপজেলার শাখার আহ্বায়ক ফারুক আহমদ ও সদস্যসচিব জাহাঙ্গীর আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে এ কমিটি অনুমোদন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহভাপতি আব্দুস সহিদ, সহসভাপতি ছানা মিয়া, মছলু মিয়া, দবির মিয়া।
সহ সাধারণ সম্পাদক হয়েছেন দেলোয়ার হোসাইন, মুর্শিদ মিয়া, রেখন মিয়া।
সংগঠনিক সম্পাদক হয়েছেন আব্দুর রহমান। দুই সহ সাংগঠনিক সম্পাদক হলেন জালাল উদ্দিন ও সুশেন দাস।
অর্থ সম্পাদক পদে মতিউল ইসলাম এবং সহ অর্থ সম্পাদক পদে দৌলত মিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া প্রচার সম্পাদক কালাম, সহ প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, দপ্তর সম্পাদক সেবুল মিয়া, সহ দপ্তর সম্পাদক জামিল হোসেন, সমাজসেবা সম্পাদক মো. জালাল মিয়া, সহ সমাজসেবা সম্পাদক সানু মিয়া, কৃষি বিষয়ক সম্পাদক সালেহ মিয়া, সহ কৃষি বিষয়ক সম্পাদক রহমত আলী, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মোছা, রাহেনা বেগম, সহ শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শামীম মিয়া, সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক সেরওয়ান উদ্দিন, সহ ধর্ম বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন, ক্রীড়া ও সংষ্কৃতিক বিষয়ক সম্পাদক দারা মিয়া, সহ ক্রীড়া ও সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক তানু মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক হাসনা বেগম।
কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন- রিজু মিয়া, মো. নুরুল ইসলাম, লেচু মিয়া, মো. জামিল হোসেন, আব্দুল জব্বার, গণি মিয়া, আইয়ুব আলী, সেলিম মিয়া ও সৈয়দ আলী।