কোর্ট পয়েন্টে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

সিলেট মিরর ডেস্ক


জুলাই ১৬, ২০২৫
০৩:০২ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৬, ২০২৫
০৩:০৪ অপরাহ্ন



কোর্ট পয়েন্টে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

কোর্ট পয়েন্টে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার


সিলেট নগরীর কোর্ট পয়েন্ট এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার (১৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কোর্ট পয়েন্টের মধুবন মার্কেটের পাশে লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। বয়স আনুমানিক ৬০ বছর। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

জিসি / ০২