হবিগঞ্জে দুই যুবকসহ ৪ জনের মৃত্যু নিয়ে রহস্য

সিলেট মিরর ডেস্ক


জুলাই ১৯, ২০২৫
০৩:০৪ অপরাহ্ন


আপডেট : জুলাই ২০, ২০২৫
০৩:৩০ অপরাহ্ন



হবিগঞ্জে দুই যুবকসহ ৪ জনের মৃত্যু নিয়ে রহস্য

হবিগঞ্জে দুই যুবকসহ ৪ জনের মৃত্যু নিয়ে রহস্য


হবিগঞ্জে দুই যুবকসহ চারজনের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। আশঙ্কা করা হচ্ছে চোলাই মদের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে তারা মারা গেছেন। এই মদ হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার পুলিশ ফাঁড়িসংলগ্ন সুইপার কলোনি থেকে তারা সংগ্রহ করেছিলেন।

মৃত ব্যক্তিরা হলেন- চৌধুরী বাজারের চায়ের দোকান কর্মচারী যুবক অপু দাস, চৌধুরী বাজার ট্রাফিক পয়েন্টের সেলুন ব্যবসায়ী বৃদ্ধ রতন শীল, একই এলাকার চা-স্টল ব্যবসায়ী যুবক নিকুঞ্জ ও উমেদনগর গ্রামের বাসিন্দা বৃদ্ধ জাহাঙ্গীর। তারা হাসপাতালে কেউ হৃদরোগ, কেউ স্ট্রোকে আক্রান্ত হয়েছেন বলে ভর্তি হয়েছিলেন। এদিকে ওই ঘটনার খবর পেয়ে শুক্রবার সদর থানার ওসি শাহাবুদ্দিন শাহিনসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ওসি শাহাবুদ্দিন বলেন, গত ১৬ এবং ১৭ জুলাই তারা মারা গেছেন। কিন্তু তারা মদ পান করে মারা গেছেন বিষয়টি নিশ্চিত করে বলা যাবে না। তাদের কেউ হৃদরোগ এবং কেউ স্ট্রোকে আক্রান্ত হয়েছেন বলে হাসপাতালে ভর্তি হন। ইতোমধ্যে তাদের দাফন ও সৎকারও পরিবার করে ফেলেছেন। মদ্যপান লেখা থাকলে আমরা নিশ্চয়ই ময়নাতদন্ত করাতাম। তবুও আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

স্থানীয়দের ভাষ্য, ১৬ জুলাই সুইপার কলোনি থেকে কয়েকজন ব্যক্তি চোলাই মদ ক্রয় করেন। এদিনই তাদের মধ্যে উল্লিখিত চারজন মদের বিষক্রিয়ায় আক্রান্ত হন। তাদের গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। রাতে মারা যান জাহাঙ্গীর। ১৭ জুলাই তাকে দাফন করা হয়। এরপর অপু, রতন এবং নিকুঞ্জও মারা যান। তাদেরও ১৭ জুলাই সৎকার করা হয়েছে।

জিসি / ০৩