নিজস্ব প্রতিবেদক
জুলাই ২২, ২০২৫
০৮:১৮ অপরাহ্ন
আপডেট : জুলাই ২২, ২০২৫
০৮:৩১ অপরাহ্ন
দেশব্যাপী কর্মসূচির ধারাবাহিকতায় আগামী শুক্রবার (২৫ জুলাই) সিলেটে ‘জুলাই পদযাত্রা’ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কর্মসূচি সফল করতে সিলেট নগরে পদযাত্রার প্রচারপত্র বিলি করেছেন এনসিপির নেতারা।
আজ মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে নগরের আম্বরখানা এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জাতীয় নাগরিক পার্টির সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটের সাবেক কাউন্সিলর এহতেশাম হক। প্রচার কাজে অংশ নিতে তিনি আজ বিকেলে বিমানযোগে সিলেট এসে পৌঁছান। সেখান থেকে সরাসরি প্রচারপত্র বিলির কাজে যোগ দেন।
এসময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নূরুল হুদা জুনেদ, এনসিপির সিলেট জেলার প্রধান সমন্বয়ক নাজিম উদ্দিন সাহান, সিলেট মহানগরের প্রধান সমন্বয়ক আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী, এনসিপি জেলা যুগ্ম সমন্বয়কারী ফয়সল আহমদ, আবু সাঈদ, কামরুল হাসান আরিফ, মহানগরের যুগ্ম সমন্বয়কারী নুরুল হক, মোস্তাক আহমদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সদস্যসচিব নুরুল ইসলাম, যুব উইংয়ের কেন্দ্রীয় সদস্য মাহবুব আহমেদ, শাহরিয়ার সানি, শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সদস্য শিব্বির আহমদ, এনসিপি জেলা সদস্য আতাউর রহমান আতাসহ ছাত্র সংসদ, যুব উইং, শ্রমিক উইং এবং জাতীয় নাগরিক পার্টির অন্যান্য নেতৃবৃন্দ।
প্রচারপত্র বিলিকালে এহতেশাম হক বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান শুধু একটি আন্দোলনের দিনই নয় এটি আমাদের আত্মত্যাগ, প্রত্যয় ও নতুন বাংলাদেশ বিনির্মাণের স্মারক। একটি ন্যায্য ও সমতা ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে জনগণকে সঙ্গে নিয়ে এগোতে হবে। সেই আকাঙ্খার বাস্তবায়নে জুলাই পদযাত্রা নিয়ে আমরা সিলেট আসছি আগামী শুক্রবার।’
এএফ/০৬