সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছুরিকাহত

নিজস্ব প্রতিবেদক


জুলাই ২৫, ২০২৫
০৫:২৭ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২৫, ২০২৫
০৫:২৭ পূর্বাহ্ন



সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছুরিকাহত


সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা ছুরিকাহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে নগরের মদিনা মার্কেট এলাকার বিদ্যানিকেতন স্কুলের পাশে দূর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। পরে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত তৌফিক ওমর তানভীর সিলেট মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক বলে জানা গেছে।

তানভীরের বাম পায়ের উরুতে দূর্বৃত্তরা ছুরিকাঘাত করেছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম জানান, পূর্ব বিরোধের জের ধরে বিদ্যানিকেতন স্কুলের পাশে এ ঘটনা ঘটেছে।  জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।


এএফ/০৫