সিলেট হবে নতুন বাংলাদেশের অন্যতম দুর্গ: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক


জুলাই ২৫, ২০২৫
০৯:১৪ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৫, ২০২৫
০৯:৪৮ অপরাহ্ন



সিলেট হবে নতুন বাংলাদেশের অন্যতম দুর্গ: নাহিদ ইসলাম


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘গ্যাস, পাথর এবং খনিজ সম্পদের অভয়ারণ্য হচ্ছে এই সিলেট। এই সিলেটকে আধুনিক শিল্পোন্নত শহর হিসেবে গড়ে তুলতে হবে।’ সমাবেশে উপস্থিতি দেখে মুগ্ধ নাহিদ এসময় বলেন, ‘আমরা জানি, সিলেট হবে জাতীয় নাগরিক পার্টির অন্যতম দুর্গ। নতুন বাংলাদেশের অন্যতম দুর্গ।’

আজ শুক্রবার (২৫ জুলাই) সিলেটে জুলাই পদযাত্রা শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, এনসিপির মূখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, যুগ্ম আহ্বায়ক অর্পিতা শ্যামা দেব,জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সদস্যসচিব ডা. জাহেদুর রহমান, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, আবু বাকের মজুমদার, কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ প্রমুখ।


পূর্বের সংবাদ-

শেখ হাসিনা ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে: সুনামগঞ্জে নাহিদ ইসলাম


সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ’৪৭ এর দেশভাগের পর থেকে সিলেটকে কিভাবে ঠকানো হয়েছে তা তুলে ধরে বলেন, ‘গণভোটে সিলেট পূর্ব বঙ্গের সঙ্গে থাকার জন্য রায় দিয়েছিল। কিন্তু আমরা আমাদের পুরো সিলেট পাইনি। করিমগঞ্জকে কেটে রাখা হয়েছিল। আসামের সঙ্গে আমাদের সিলেটের অনেক অংশ জুড়ে দেওয়া হয়েছিল। এই পূর্ববঙ্গকে ঠকানো হয়েছিল সেই ব্রিটিশ আমলে, পাকিস্তান আমল থেকে আওয়ামী লীগের আমলেও। এই সিলেট অঞ্চলের মানুষ তাদের পাথর, গ্যাস, খনিজ সব সম্পদ থেকে বঞ্চিত হয়েছে।’

তিনি বলেন, ‘গ্যাস, পাথর এবং খনিজ সম্পদের অভয়ারণ্য হচ্ছে এই সিলেট। এই সিলেটকে আধুনিক শিল্পোন্নত শহর হিসেবে গড়ে তুলতে হবে।’ 


নাহিদ ইসলাম বলেন, ‘বিচার, সংস্কার এবং নতুন বাংলাদেশের জন্য, নতুন সংবিধানের জন্য আমরা রাজপথে নেমেছি। এই নতুন সংবিধানে আপনার, আমার অধিকারের কথা থাকবে। সিলেটের মানুষের মর্যাদার কথা থাকবে।’

জুলাই আন্দোলনে সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এই গণঅভ্যুত্থানে আমাদের প্রবাসীরা সহযোগিতা করেছেন। আমরা তাদের ভুলি নাই। আমরা আজকের এই সমাবেশ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’

বাংলাদেশের বহুজাতি, বহু সংস্কৃতির দেশ হিসেবে গড়ার ক্ষেত্রে সিলেকে প্রতীক আখ্যা দিয়ে তিনি বলেন, ‘সিলেটের আলীম সমাজ, সিলেটের নারীগণ, সিলেটের সংখ্যালঘু সম্প্রদায়, সিলেটের নানাবিধ সম্প্রদায়ের মানুষ রয়েছেন। আমরা বাংলাদেশকে যে বহুজাতি, বহু সংস্কৃতির দেশ হিসেবে গড়তে চাই-সিলেট তার প্রতীক। এখানে শত শত ভাষা, সংস্কৃতি রয়েছে। আমাদের সে সকল সংস্কৃতি ও ভাষাকে (নাগরি লিপি) মর্যাদা দিতে হবে।’

জুলাই আন্দোলনে সিলেটের ভূমিকা তুলে ধরার পাশাপাশি তিনি বলেন, ‘আমরা জানি লন্ডনে বাঙালিদের অধিকাংশ সিলেটের। আজকে লন্ডনে রাস্তায়, টাওয়ার হ্যামলেটে, মসজিদে, রেস্টুরেন্টে, স্কুলে আমার সিলেটের ভাইদের পরিশ্রমে বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে। আমরা সেই সকল প্রবাসী ভাইদের ভোটের অধিকারের জন্য কথা বলছি। আমরা বিশ্বাস করি, আমরাচাই সিলেটসহ সারা বাংলাদেশের প্রবাসীরা নীতি নির্ধারণের অংশ হবেন।’

তিনি বলেন, ‘আজকের এই সিলেটের সমাবেশ আনাচে কানাচে ভরপুর। সিলেটবাসী দেখিয়ে দিয়েছেন। আমরা জানি, সিলেট হবে জাতীয় নাগরিক পার্টির অন্যতম দুর্গ। নতুন বাংলাদেশের অন্যতম দুর্গ।’



এএফ/০৭