‘সাধারণের ভাগ্য পরিবর্তনের জন্যই এনসিপি’: এহতেশাম হক

নিজস্ব প্রতিবেদক


জুলাই ২৬, ২০২৫
০১:৩১ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৬, ২০২৫
০৩:৩০ অপরাহ্ন



‘সাধারণের ভাগ্য পরিবর্তনের জন্যই এনসিপি’: এহতেশাম হক


জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক বলেছেন, ‘গত ২২ বছর এদেশের সাধারণ মানুষের ভাগ্য বদলায়নি। বদলেছে লুটেরাদের। তারা শত থেকে হাজার কোটি টাকা অর্জন করেছে। সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি যারা নিয়ে এসেছে তারা আমাদের জাতীয় নাগরিক পার্টি।’

শুক্রবার (২৫ জুলাই) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির পথসভায় তিনি এসব কথা বলেন। দেশব্যাপী কর্মসূচির ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে সিলেটে এনসিপির ‘জুলাই পদযাত্র’ অনুষ্ঠিত হয়। পদযাত্রা শেষে শহীদ মিনারে পথসভা অনুষ্ঠিত হয়।

এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। 

সমাবেশে বক্তব্য দেন দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, এনসিপির মূখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, যুগ্ম আহ্বায়ক অর্পিতা শ্যামা দেব,জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সদস্যসচিব ডা. জাহেদুর রহমান, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, আবু বাকের মজুমদার, কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ প্রমুখ।

সভায় সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত এহতেশাম হক বলেন, ‘আজ থেকে অনেক বছর আগে আমাকে আমার এই মাতৃভূমি, প্রিয় সিলেট শহর ছেড়ে চলে যেতে হয়েছিল। আমার মত যাদের দেশ ছাড়তে হয়েছে তারা একমাত্র বুঝবেন-নিজের মাতৃভূমি ছেড়ে যাওয়া কি কষ্টের।’

তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে দেশের বাইরে থাকি। পৃথিবী এগিয়ে চলেছে। অথচ ২২ বছর পর দেশে এসে দেখি দেশের কোনো পরিবর্তন নেই। মানুষের ভাগ্য বদলায়নি। শুধু যারা লুটেরা শ্রেণি আছে, তারা শত কোটি থেকে হাজার কোটি টাকার উপর অর্জন করেছে। আর যারা সৎ, যারা ভালো, যারা দেশকে ভালোবেসে ভালো পথে জীবিকা অর্জন করতে চায় তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।’

এনসিপি সেই সব মানুষের ভাগ্য বদলাতে চায় মন্তব্য করে তিনি বলেন, ‘সেই ভাগ্য পরিবর্তনের রাজনীতি যারা নিয়ে আসবে সেটা হচ্ছে আমাদের জাতীয় নাগরিক পার্টি। আপনারা হাত তুলে ওয়াদা করেন সিলেটে এনসিপিকে শক্তিশালী করবেন। আমৃত্যু এনসিপির সঙ্গে থাকবেন।’


এএফ/০১