সরকার গণঅভ্যুত্থানের চেতনার সাথে বিশ্বাসঘাতকতার ষড়যন্ত্রের লিপ্ত

সিলেট মিরর ডেস্ক


জুলাই ২৭, ২০২৫
১২:২৭ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২৭, ২০২৫
১২:২৭ পূর্বাহ্ন



সরকার গণঅভ্যুত্থানের চেতনার সাথে বিশ্বাসঘাতকতার ষড়যন্ত্রের লিপ্ত
সিলেটে ছাত্র ইউনিয়নের আলোচনা সভায় বক্তারা


বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সিলেট জেলা সংসদের সভাপতি মনীষা ওয়াহিদ বলেছেন, অন্তবর্তী সরকারের বিভিন্ন অংশ গণঅভ্যুত্থানের চেতনার সাথে বিশ্বাসঘাতকতার ঘৃণ্য ষড়যন্ত্রের লিপ্ত হয়েছে। সরকার ক্যান্টনমেন্ট আর মৌলবাদী গোষ্ঠীর প্রেসক্রিপশনে দেশ চালাচ্ছে।

শনিবার (২৬ জুলাই) সিলেটে কেমুসাস সাহিত্য আসর কক্ষে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সিলেট জেলা সংসদের আয়োজনে  “গণমানুষের গণঅভ্যুত্থান: ১ বছরের প্রত্যাশ্যা ও প্রাপ্তি” আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এমনটি বলেন।

মনীষা বলেন, গণঅভ্যুত্থানে সর্বোচ্চ আত্মত্যাগ করা শহীদের রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার দেশকে সাম্রাজ্যবাদী অপশক্তির হাতে তুলে দিচ্ছে। একই সাথে অভ্যুত্থানে সর্বোচ্চ বলিদান দেওয়া শ্রমিকশ্রেণিকে পুরাতন প্রক্রিয়া অনুসরণ করেই মানবেতর জীবন যাপনে বাধ্য করা হচ্ছে।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক শাহীন ফকিরের সঞ্চালনায় সভায় জুলাই গণঅভ্যুত্থান এর একটি পর্যালোচনা রিপোর্ট উপস্থাপন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সিলেট জেলা সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক মাশরুখ জলিল।

সভায় আলোচনা করেন, উদীচী সিলেটের সভাপতি প্রদীপ দেব রায়, সিপিবি-সিলেটের সাধারণ সম্পাদক খায়রুল হাসান, বাসদ– সিলেট জেলার আহবায়ক আবু জাফর, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন– সিলেট জেলা সংসদের সাবেক সভাপতি আনোয়ার হোসেন সুমন, বাসদ (মার্ক্সবাদী) সিলেট জেলার সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস, চারণের সংগঠক নাজিকুল রানা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রণ্ট সিলস্ট নগর শাখার সভাপতি সুমিত কান্তি পিনাক, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগরের সভাপতি তানজিনা বেগম, শাবিপ্রবির শিক্ষার্থী মোহাম্মদ মবিন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগরের সাধারণ সম্পাদক আয়েশা আক্তার, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন – শাবিপ্রবি সংসদের সংগঠক জুবায়ের আহমেদ জুয়েল প্রমুখ।

সভায় বক্তারা গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করেন এবং অভ্যূত্থানপরবর্তী বাংলাদেশের জনগণের রাজনৈতিক সংগ্রাম এবং রাজনৈতিক – সামাজিক কাঠামো বিশ্লেষণ করে বক্তব্য রাখেন।


এএফ/০৩