সমন্বয়ক ও জামায়াত নেতা পরিচয়ে ভূমি কর্মকর্তাকে হুমকি, যুবক গ্রেপ্তার

ওসমানীনগর প্রতিনিধি


জুলাই ২৮, ২০২৫
০৮:৫৪ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৯, ২০২৫
০১:৫৮ পূর্বাহ্ন



সমন্বয়ক ও জামায়াত নেতা পরিচয়ে ভূমি কর্মকর্তাকে হুমকি, যুবক গ্রেপ্তার


সিলেটের ওসমানীনগরে ভূমি কমর্কর্তাকে অফিস ঘেরাও, মব সৃষ্টি ও ভাঙচুরের হুমকি দেওয়ার অভিযোগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়দানকারী মো. মাহবুবুর রহমান (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার (২৮ জুলাই) তাে গ্রেপ্তার করে পুলিশ। মাহবুবুর উপজেলার সাদীপুরের আব্দুর রাজ্জাকের ছেলে।

জানা গেছে, সোমবার নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওসমানীনগর শাখার আহবায়ক ও জায়ামাত নেতা পরিচয় দিয়ে অনিয়মতান্ত্রিকভাবে জায়গার নামজারি করে দেওয়ার জন্য উপজেলা সহকারী কমিশনারসহ (ভূমি) অন্যান্য কর্মকর্তাদের বল প্রয়োগ ও হুমকি দেন। কাজ না করে দিলে ছাত্রদের নিয়ে অফিস ঘেরাও ও  মব সৃষ্টি করে ভাঙচুর করার হুমকিও দেন। পরে  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আদালত তাকে দন্ডবিধির ১৮৬ ধারায় ২ মাসের কারাদন্ড ও ৫০০ টাকার অর্থদন্ড প্রদান করে জেল হাজতে পাঠান।  

তবে মাহবুবুর রহমান নামে জামায়াতে ইসলামের কেউ নয় বলে জানিয়েছেন উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আনহার আহমদ। তিনি বলেন, ‘জামায়াতে ইসলামের পরিচয় যে কেউ দিলেই তো আর সে জামায়াত হয়ে যায় না। তার নাম আমাদের তালিকায় থাকতে হবে। এই নামে জামায়াতের তালিকায় কেউ নেই।’ 

কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন বলেন, ‘মাহবুুবুর নিজেকে জামায়াত নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে সরকারি কাজে বাধা সৃষ্টি করেছে।’ তিনি বলেন, ‘ভ্রাম্যমান আদালতের কাছে সে দোষ স্বীকার করায় তাকে আইননগতভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে দন্ড প্রদান করে আদালতে প্রেরণ করা হয়েছে।’


এএফ/০১