সিলেট মিরর ডেস্ক
জুলাই ৩০, ২০২৫
০৩:৩৩ অপরাহ্ন
আপডেট : জুলাই ৩০, ২০২৫
০৩:৩৬ অপরাহ্ন
সিলেট নগরীর জিন্দাবাজারে র্যাবের অভিযানে তিনজন গ্রেফতার
সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফেনসিডিল পাচারের চেষ্টাকালে ২০০ বোতল ফেনসিডিলসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-৯। মঙ্গলবার (৩০ জুলাই) রাতে র্যাব-৯ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন: মো. আরমান (৩৪), পিতা- মো. মোতালিব, সাং- কুশিয়ারা, মো. নাদিম মিয়া (৪১), পিতা-মৃত মুজাম্মেল হোসেন, সাং- শাসনের বাগ, মো. ইমন (২৭), পিতা-মো. নান্নু মিয়া, সাং- উত্তর লক্ষণখোলা, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৯ জুলাই রাত সাড়ে ৯টার দিকে র্যাব-৯ এর একটি আভিযানিক দল সিলেট মহানগরীর কোতয়ালী থানাধীন জিন্দাবাজারস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে তারা জানায়, প্লাস্টিকের বস্তার ভেতরে শিশুদের পায়জামা ও বিভিন্ন রঙের আন্ডারওয়্যারের ভেতরে বিশেষভাবে মোড়ানো অবস্থায় তারা ফেনসিডিল লুকিয়ে রেখেছিল, যা তারা পার্সেল করতে এসেছিল। উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং সিলেট মহানগর পুলিশের কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।’