বৃষ্টির ষ্পর্শে শাবিপ্রবি যেন রূপকথার রাজ্য

নাদির আহমেদ, শাবিপ্রবি


আগস্ট ০২, ২০২৫
১১:৩৬ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০২, ২০২৫
১১:৫০ অপরাহ্ন



বৃষ্টির ষ্পর্শে শাবিপ্রবি যেন রূপকথার রাজ্য


বর্ষা এলেই প্রকৃতি যেন নিজের হাতে শাবিপ্রবিকে নতুন করে সাজায়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যাম্পাস তখন হয়ে ওঠে এক রূপকথার রাজ্য। বৃষ্টির ছোঁয়ায় চারপাশের গাছপালা ভিজে চকচকে সবুজ হয়ে ওঠে, আর বাতাসে ভেসে বেড়ায় সতেজতার এক মিষ্টি ঘ্রাণ। মেঘলা আকাশ, ফোঁটা ফোঁটা বৃষ্টি আর সবুজের সমারোহ মিলেমিশে তৈরি করে এক অপার শান্তিময় পরিবেশ।

বৃষ্টির দিনে ক্যাম্পাসের চেনা চেহারা যেন বদলে যায়। লেকের জলরাশিতে পড়ে বৃষ্টির ফোঁটা ছোট ছোট ঢেউ তোলে। কোথাও একঝাঁক ছাত্র-ছাত্রী বৃষ্টিতে ভিজতে ভিজতে ক্লাসে ছুটছে, তো কোথাও চায়ের টংয়ের পাশে গরম চায়ের কাপ হাতে জমে উঠছে গল্পের আসর। বন্ধুদের আড্ডা, ছাতা ভাগাভাগি করে হাঁটা, কিংবা কোনো খোলা জানালার পাশে বসে শুধু প্রকৃতিকে দেখা—সবকিছু যেন কবিতার মতো হয়ে ওঠে।


এই সময়টাতে ক্যাম্পাস যেন জীবন্ত হয়ে ওঠে। বর্ষার রোমান্টিকতা শিক্ষার্থীদের মনে নতুন আবেগ ও অনুভূতির জন্ম দেয়। শাবিপ্রবির এই বর্ষামুখর রূপ শুধু চোখ জুড়ায় না, মনও জুড়িয়ে দেয়। এক কিলো রোড, প্রতিটি ভবর , প্রতিটি গাছ আর প্রতিটি ভেজা পাতা যেন বলে দেয়—এখানে বর্ষা মানে শুধু বৃষ্টি নয়, বরং এক নীরব সৌন্দর্য। যেন সত্যিই বৃষ্টির আলতো ছোঁয়ায় শাবিপ্রবি হয়ে ওঠে রূপকথার রাজ্য।

বৃষ্টিতে শাবিপ্রবির সৌন্দর্য নিয়ে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মো. মাহফুজ হোসেন সাগর বলেন, “বৃষ্টি নামলেই শাবিপ্রবি ক্যাম্পাসে যেন এক অদ্ভুত, মনোরম আর শান্ত পরিবেশ তৈরি হয়।বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন সবুজ গাছপালাগুলোকে আরও প্রাণবন্ত করে তুলে। ক্যাম্পাসে চায়ের টংগুলোতে ভীড় বেড়ে যায় কয়েকগুণ। অনেকেই এ সময় মাঠে ফুটবল নিয়ে মেতে উঠে , আবার কাউকে দেখা যায় ছাতা ছাড়াই হেঁটে বৃষ্টিকে উপভোগ করছে ।এই বৃষ্টি শিক্ষার্থীদের মনে এক সৃজনশীল আবহ সৃষ্টি করে।”

বাংলা বিভাগের শিক্ষার্থী আকরাম হোসেন বলেন, "বর্ষাকালে ক্যাম্পাসটা একেবারে বদলে যায়। ক্লাসের ফাঁকে যখন লেকের পাশে দাঁড়িয়ে বৃষ্টির ধারা দেখি, মনে হয় আমি যেন কোনো সিনেমার দৃশ্যে আছি। প্রকৃতির এই শান্ত সৌন্দর্য পড়াশোনার চাপের মাঝেও একটা প্রশান্তি এনে দেয়।”

রাতুল পাল নামের আরেক শিক্ষার্থী বলেন, “বৃষ্টি মানেই আমাদের কাছে অন্যরকম অনুভুতি। বন্ধুরা মিলে একসাথে চা খাওয়া, ছাতা ছাড়া হাঁটা, আর বৃষ্টি বিলাস করা। সব মিলিয়ে বর্ষা আমাদের জীবনের অন্যতম সেরা সময়। শাবিপ্রবির এই পরিবেশ না দেখলে বিশ্বাস করা যায় না, এতটা সুন্দর হতে পারে কোনো ক্যাম্পাস!


এএফ/০৪