এ সপ্তাহেই চালু হতে পারে কুমারগাঁওয়ের ২২৫ মেগাওয়াট পাওয়ার স্টেশন

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ০৩, ২০২৫
০২:৪৫ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০৩, ২০২৫
১১:৫৩ অপরাহ্ন



এ সপ্তাহেই চালু হতে পারে কুমারগাঁওয়ের ২২৫ মেগাওয়াট পাওয়ার স্টেশন

এ সপ্তাহেই চালু হতে পারে কুমারগাঁওয়ের ২২৫ মেগাওয়াট পাওয়ার স্টেশন


সিলেটের বিদ্যুৎ সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা কুমারগাঁও ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ২২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পাওয়ার স্টেশনটি এ সপ্তাহেই চালু হতে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমারগাঁও গ্রিডের সহকারী প্রকৌশলী বিদ্যুৎ আচার্য।

প্রায় ১৯ দিন ধরে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে স্টেশনটি। বর্তমানে মেরামতের কাজ চলমান। ঢাকা থেকে একটি বিশেষজ্ঞ দল এসে স্টেশনের বিভিন্ন যন্ত্রাংশ পরীক্ষা-নিরীক্ষা করছে।

বিদ্যুৎ আচার্য গণমাধ্যমকে বলেন, ‘মেরামতের কাজ প্রায় শেষের দিকে। এখন টেস্টিং চলছে। সব পরীক্ষায় যদি ফল সন্তোষজনক হয়, তাহলে আমরা আশা করছি চলতি সপ্তাহেই স্টেশনটি পুনরায় চালু করতে পারব।’

কুমারগাঁও গ্রিড উপকেন্দ্র থেকে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় উল্লেখযোগ্য পরিমাণে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে। গ্রিডটি বন্ধ থাকায় গত কয়েক সপ্তাহ ধরে এসব এলাকায় শুধুমাত্র জাতীয় গ্রিডের ওপর নির্ভর করে বিদ্যুৎ সরবরাহ চালানো হচ্ছে। কিন্তু সেখানে চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম থাকায় সিলেট অঞ্চলে বেড়েছে লোডশেডিং।

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, গ্রিড চালু না হওয়া পর্যন্ত লোডশেডিং আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছিল। তবে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমেছে, ফলে সাময়িকভাবে লোডশেডিংও কিছুটা হ্রাস পেয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, পাওয়ার স্টেশনটি সচল হলে সিলেটসহ আশেপাশের জেলাগুলোতে বিদ্যুৎ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে।

জিসি / ০২