শাবিপ্রবি প্রতিনিধি
আগস্ট ০৩, ২০২৫
০৮:৫৩ অপরাহ্ন
আপডেট : আগস্ট ০৩, ২০২৫
০৮:৫৬ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আবাসিক শিক্ষার্থীদের জন্য বিশেষ ফিস্টের আয়োজন করা হয়েছে।
আজ রবিবার (৩আগস্ট) হলটির ভারপ্রাপ্ত প্রভোস্ট অধ্যাপক সৈয়দ মিছবাহ উদ্দিন সাক্ষরিত এক নোটিশে বিষয়টি জানানো হয়।
নোটিশে বলা হয়, ৫ আগস্ট রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সকল আবাসিক শিক্ষার্থীদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। এ উপলক্ষে শিক্ষার্থীদের অবশ্যই কুপন সংগ্রহ করতে হবে। আগামী ৪ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৫ টার মধ্যে হল অফিস থেকে কুপন সংগ্রহ করা যাবে। নির্ধারিত সময়ের বাইরে কোনো কুপন বিতরণ বা খাবার সরবরাহ করা হবে না বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
হল প্রশাসনের এই উদ্যোগকে শিক্ষার্থীরা সাধুবাদ জানিয়েছে। তারা মনে করছেন, দিনটি স্মরণে এমন আয়োজন শিক্ষার্থীদের মাঝে আনন্দ জাগাবে।
এনএ-০১/এএফ-০৭