শাবিপ্রবির উপাচার্যের সঙ্গে মালয়েশীয় প্রযুক্তিবিদ দলের আলোচনা

শাবিপ্রবি প্রতিনিধি


আগস্ট ০৩, ২০২৫
১১:৫৮ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০৩, ২০২৫
১১:৫৮ অপরাহ্ন



শাবিপ্রবির উপাচার্যের সঙ্গে মালয়েশীয় প্রযুক্তিবিদ দলের আলোচনা


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর সঙ্গে ইনোভেশন হাবের ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে ভাইস চ্যান্সেলরের সঙ্গে মালয়েশীয় প্রযুক্তিবিদ দলের আলোচনা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৩ আগস্ট) বিকালে ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। 


পূর্বের সংবাদ-

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য হলেন শাবি অধ্যাপক ড. ইকবাল


এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, এপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রেজা সেলিম, ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির (আইআইসিটি) পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন, সৈয়দ মুজতবা আলী হল প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম, শাহপরান হল প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমদ, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ আব্দুল হামিদ, শাবিপ্রবি ইনোভেশন হাব প্রোগ্রামের ফোকাল পয়েন্ট অধ্যাপক ড. মো. ফরহাদ রাব্বি প্রমুখ।

অন্যদিকে মালয়েশিয়ার এমএমইউ মাল্টিমিডিয়া ইউনিভার্সিটির শিক্ষক এবং অ্যালামনাই এনগেজমেন্ট, ক্যারিয়ার অ্যান্ড এন্টারপ্রেনিউরশীপ ডেভেলপমেন্টের (এসিডি) পরিচালক সহযোগী অধ্যাপক Dr. ONG GEEN WEI. ডেপুটি পরিচালক PUTRI SYAIDATUL AKMA MOHD ADZMI. ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট (সাবেক অতিরিক্ত সচিব) মোঃ সিদ্দিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনায় শাবিপ্রবি ইনোভেশন হাব প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ায় এটি নতুন রূপে পুনরায় চালুর লক্ষ্যে প্রযুক্তিবিদদের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় হয়। ভাইস চ্যান্সেলর প্রযুক্তিবিদদের কাছে সম্ভাব্য পরিকল্পনা ও আইডিয়া তুলে ধরেন এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। প্রতিনিধি দল শিগগিরই তাদের প্রজেক্ট প্রস্তাবনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট পাঠাবে বলে আশ্বাস দেন।


এনএ-০৩/এএফ-০৯