সিলেটের গোলাপগঞ্জে যুবদল কর্মী খু.ন

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ১০, ২০২৫
০৩:৪০ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১০, ২০২৫
০৩:৫২ অপরাহ্ন



সিলেটের গোলাপগঞ্জে যুবদল কর্মী খু.ন

সিলেটের গোলাপগঞ্জে যুবদল কর্মী খু.ন


সিলেটের গোলাপগঞ্জে রনি হোসেন(৩০) নামের এক যুবককে ছুরকিাঘাত করে খুনের ঘটনা ঘটেছে ।শনিবার রাত ১২ টার দিকে গোলাপগঞ্জ পৌরসভার কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। হামলার পর স্থানীয়রা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। রনি যুবদলের সক্রিয় কর্মী ছিলেন বলে স্থানীয়রা জানান। এ ঘটনার ১০ ঘন্টা পেরিয়ে গেলেও এ খুনের সাথে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

গোলাপগঞ্জ থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাত ১২ টার দিকে রানি হোসেনের উপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।  ।হামলাকারীকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চলছে বলে জানান তিনি।  রনি স্থানীয়ভাবে যুবদল কর্মী হিসেবে পরিচিত হলেও পুলিশ তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে পারেনি।

এ ঘটনায় অভিযুক্ত হিসেবে পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রাজুর নাম উঠে এসেছে। এলাকাবাসীর দাবি, রাজুর বিরুদ্ধে ফেসবুকে একাধিক স্ট্যাটাস দেওয়ায় রনিকে ছুরিকাঘাত করা হয়।

জিসি / ০৩