খাদিমনগরে প্রবাসীর ভূমি দখলচেষ্টার অভিযোগ

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ১২, ২০২৫
১২:৪৬ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১২, ২০২৫
১২:৪৬ পূর্বাহ্ন



খাদিমনগরে প্রবাসীর ভূমি দখলচেষ্টার অভিযোগ


সিলেটের খাদিমনগরে এক আমেরিকান প্রবাসীর ভূমি দখলচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত ৪ আগস্ট এ ব্যাপারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়াও, গত ৩১ জুলাই শাহপরান থানায় একটি সাধারণ ডায়রি করা হয়।

মামলা ও সাধারণ ডায়রি করেন, আমেরিকা প্রবাসী মোছাদ্দেক হোসেন কোরেশী শামীমের কেয়ারটেকার আব্দুল ছাত্তার।

মামলার বিবাদীরা হলেন, খাদিম বাগানের মাসুক মিয়া, আতিক মিয়াসহ অজ্ঞাত ২০/২৫ জন।

ডায়রির বিবরনে তিনি জানান, খাদিমনগরে আমেরিকা প্রবাসী মোছাদ্দেক হোসেন কোরেশী শামীমের মালিকানাধীন জমি জোরপূর্বক দখলচেষ্টা করছেন খাদিম বাগানের মাসুক মিয়া, আতিক মিয়াসহ অজ্ঞাত ২০/২৫ জন।

বিষয়টি তিনি প্রবাসী মোসাদ্দেক কোরেশী শামীমকে অবগত করেন। এ ছাড়াও, যেকোনো সময় তাদের উপর আক্রমন করতে পারেন মাসুক মিয়া, আতিক মিয়া গং। এমনকি, বিবাদী মাসুক মিয়া গংরা তাকে বিভিন্ন সময় প্রাননাশের হুমকিও দিয়েছেন।

এ বিষয়ে প্রবাসী মোসাদ্দেক কোরেশী শামীমের সঙ্গে আলাপ করে ডায়রি ও মামলার সিদ্ধান্ত নেন কেয়ারটেকার আব্দুল ছাত্তার।

এদিকে, মামলাটি আমলে নিয়ে শান্তি শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এ ব্যাপারে ব্যবস্থা নিতে শাহপরাণ থানার ওসিকে নির্দেশ দেন আদালত। এ ছাড়াও, সদর উপজেলার এসিল্যান্ডকে সরেজমিনে তদন্ত করার নির্দেশও প্রদান করেন আদালত।


এএফ/০১