সাদাপাথর রক্ষায় সেভ সিলেটের মানববন্ধন

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ১২, ২০২৫
০৪:১৬ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১২, ২০২৫
০৪:২৩ পূর্বাহ্ন



সাদাপাথর রক্ষায় সেভ সিলেটের মানববন্ধন


লুটেরাদের কালো থাকায় বিলিন হওয়ার পথে থাকা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদাপাথর এলাকা রক্ষার দাবিতে মানববন্ধন করেছে ‘সেভ সিলেট’। 

সোমবার (১১ আগস্ট) বিকাল ৪টায় নগরের চৌহাট্টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ একাত্মতা জানিয়ে অংশ নেন।

ট্রাভেল সিলেট-এর সিইও মাহমুদুর রহমান দেলোয়ার সভাপতিত্ব এবং সেভ সিলেট-এর ইভেন্ট কো-অর্ডিনেটর জাকারিয়া আহমেদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি আহসানুল হক তাহের, এনসিপির সিলেট জেলার যুগ্ম সমন্বয়ক ফয়সাল আহমেদ ও আব্দুল ওয়াদুদ শিপন, ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মো. ওবায়দুর রহমান জিল্লুর, জুলাই ২৪ বৈষম্য বিরোধী ছাত্রজনতার আহবায়ক আমিনুল ইসলাম দিনেষ, সিলেট রানার্স ক্লাবের জাকারিয়া আহমেদ চৌধুরী, সিলেট সাইক্লিং ক্লাবের মাহিন আহমেদ ও সিলেট ওয়ান্ডার ওমেনের সানজিদা তমা।


সমাবেশে আরো বক্তব্য দেন- সেভ সিলেটের জেলা গভর্নর তানভীর আহমেদ চৌধুরী, সিলেট বাইকার্স ক্লাবের কো-অর্ডিনেটর ফাহিম বাদশা, মিশন থ্রি মিলিয়ন ট্রিস-এর ভলান্টিয়ার রাজিব, ইমার্জেন্সি রেসপন্স টিম সিলেটের জুবায়ের নুর, ট্রাভেল সিলেটের সিইও মাহমুদুর রহমান দেলোয়ার প্রমুখ। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘গোপনে নয় প্রকাশ্যে হাজার হাজার মানুষের চোখের সামনে, প্রশাসনের চোখের সামনে মাসের পর মাস সাদাপাথরের পাথর লুট হয়েছে। এর দায় প্রশাসন, সরকার, রাষ্ট্রের এড়ানোর সুযোগ নেই। মৃত্যুর দ্বারপ্রান্তে দাড়ানো সাদাপাথরকে রক্ষায় আমরা প্রশাসনকে কঠোর ভূমিকায় দেখতে চাই।’

সাদাপাথরকে বৈচিত্রময় পর্যটনকেন্দ্র আখ্যা দিয়ে তারা বলেন, ‘এমন মনোমুগ্ধকর পর্যটনকেন্দ্রের বিকাশের চিন্তা করার কথা যাদের তারা বিনাশের দিকে ঠেলে দিয়েছেন।’

বক্তারা হুশিয়ার করে দিয়ে বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে লুটপাট বন্ধ করা না হলে সিলেট টু সাদাপাথর লংমার্চসহ কঠোর কর্মসূচি নেওয়া হবে।’

মানববন্ধনে উপস্থিত ছিলেন সাইদ, শুহিদ, মাহেল, আল আমিন, তায়েফ, জুবায়েল, রিদয়, তোফায়েল, কৌশিক, মহরম, ফুয়াদ, সামিম, ফাহিম, সাজন, গুলাম রব্বানী প্রমুখ। 

মানববন্ধন শেষে সিলেটের জেলা প্রশাসক বরাবর স্মরকলিপি দেওয়া হয়। 



এএফ/০২