সিলেট মিরর ডেস্ক
আগস্ট ১৬, ২০২৫
০৪:৫৫ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১৬, ২০২৫
০৪:৫৫ পূর্বাহ্ন
চা শ্রমিক ‘স্বার্থবিরোধী গেজেট ২০২৩’ বাতিল, চা শ্রমিকদের ভূমি অধিকার নিশ্চিত ও দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণের দাবিতে ‘চা শ্রমিক অধিকার আন্দোলন’ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে চা-শ্রমিক সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকাল ৫টায় সিলেটের রেস্ট ক্যাম্প বাজারে এই শ্রমিক সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
চা শ্রমিকদের সামবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় আহবায়ক রিদেশ মুদি এবং পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য অরুণ মুদি।
সমাবেশে বক্তব্য দেন চা শ্রমিক অধিকার আন্দোলনের কেন্দ্রীয় উপদেষ্টা ও বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় ফোরামের সদস্য কমরেড সুশান্ত সিনহা সুমন, চা শ্রমিক নেতা সন্তোষ বাড়াইক, অঞ্জলী মুদি, হরি সবর, সন্তোষ নায়েক, সজল গোয়ালা, মিতা সিং প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, চা শ্রমিকদের মতামত উপেক্ষা করে বিগত সরকার সম্পূর্ণ অগণতান্ত্রিক ভাবে নিন্মতম মজুরি বোর্ডের মাধ্যমে ৫ শতাংশ ইনক্রিমেন্ট বৃদ্ধি করে গেজেট ২০২৩-এর ঘোষণার করে।
শুরু থেকেই এই গেজেট বাতিলের দাবিতে চা শ্রমিকরা আন্দোলন করে আসছেন। সরকার পতনের পরে অনেক গুলো গেজেট বাতিল হলেও চা শ্রমিকদের সাথে করা এই অগণতান্রিক, চা শ্রমিক স্বার্থবিরোধী গেজেট এখনো বাতিল করা হয়নি। গত ৩০ জুলাই সরকার ও মালিক পক্ষ 'গেজেট-২০২৩' অনুযায়ী চা শ্রমিকদের ৫ শতাংশ মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত নেয়। যার ফলে মজুরি মাত্র ৮.৯২ টাকা বেড়ে দাঁড়াবে ১৮৭ টাকায়। এই দুর্মূল্যের বাজারে যা কোনভাবেই সমর্থন যোগ্য নয়।
বক্তারা গত সরকারের সময়ে করা এই অগণতান্ত্রিক 'গেজেট-২০২৩' বাতিল করে চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা ঘোষণা করার দাবি জানান। সমাবেশে বক্তারা আরও বলে দীর্ঘ প্রায় ২০০ বছর ধরে চা শ্রমিরা এই দেশে অবস্থান করলেও এখনো তারা ভূমির অধিকার থেকে বঞ্চিত। ফলে অবিলম্বে চা শ্রমিকদের শিক্ষা, চিকিৎসা ও ভূমি অধিকার নিশ্চিতের জোর দাবী জানান।
এএফ/০৪