শাবিপ্রবি প্রতিনিধি
আগস্ট ১৭, ২০২৫
০৯:৩০ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১৭, ২০২৫
০৯:৩০ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগ সমিতির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে লোকপ্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী বলেন, আজকের অনুষ্ঠানে লোকপ্রশাসন সমিতির গঠনতন্ত্র পাস হয়। এই বিভাগের শিক্ষার্থীরা শিক্ষা, গবেষণা, সাংস্কৃতিক, খেলাধুলা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা অনন্য। এক্ষেত্রে তাদের অনেক অর্জন রয়েছে।
তিনি আরও বলেন, আমাদের বিভাগের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও নেতৃত্ব দিচ্ছে। এ বিভাগের শিক্ষকরাও অনেক আন্তরিক, বিপদে-আপদে তারা সবসময় তোমাদের পাশে থাকবে। লোকপ্রশাসন সমিতি সমসময় সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
এসময় লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. আনোয়ারা বেগম, অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, সমিতির কোষাধ্যক্ষ সহযোগী অধ্যাপক চৌধুরী আব্দুল্লাহ আল হুসাইনী, অধ্যাপক ড. শাহজাহান চৌধুরী, অধ্যাপক নাসির উদ্দিন, সহকারী অধ্যাপক মাহমুদ হাসান, সহকারী অধ্যাপক কানিজ ফাতেমা, সহকারী অধ্যাপক সাবিনা ইয়াসমিন, সহকারী অধ্যাপক জহির উদ্দীন, প্রভাষক আব্দুল বাছিত সাদাফসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এনএ-০১/এএফ-০৩