জাফলংয়ে তিন দিনে লুট ৬০ লাখ টাকার পাথর, থানায় মামলা

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ১৯, ২০২৫
০৩:১৩ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৯, ২০২৫
১০:১৮ অপরাহ্ন



জাফলংয়ে তিন দিনে লুট ৬০ লাখ টাকার পাথর, থানায় মামলা


সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের জাফলং জিরো পয়েন্ট থেকে তিন দিনে প্রায় ৪০ থেকে ৫০ হাজার ঘনফুট পাথর লুট হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক ৬০ লাখ টাকা। এ ঘটনায় সোমবার (১৯ আগস্ট) দিবাগত রাতে ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।

ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আব্দুল মোনায়েম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার আসামীরা সবাই অজ্ঞাত। 

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ৭, ৮ ও ৯ আগস্ট রাত ১টা থেকে ভোর ৪টার মধ্যে স্থানীয় চোরাকারবারীরা প্রায় ৫০ থেকে ৬০টি বারকি নৌকা ব্যবহার করে বিপুল সংখ্যক শ্রমিককে দিয়ে পাথর লুট করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, পরিবেশ অধিদপ্তর ২০১৫ সালে জাফলং-ডাউকি ও পিয়াইন নদীর মধ্যবর্তী প্রায় ১৪.৯৩ বর্গকিলোমিটার এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করে। এরপরও সরকারি আইন অমান্য করে প্রতিনিয়ত অবৈধভাবে বালু-পাথর উত্তোলন চলছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও রাতের আঁধারের সুযোগ নিয়ে চোরাকারবারীরা লুটকৃত পাথর বিভিন্ন জলযান ও স্থল যানের মাধ্যমে সরিয়ে নেয়।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমদ বলেন, ‘জাফলং জিরো পয়েন্টে পাথর লুটের ঘটনায় দায়ের হওয়া মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে দীর্ঘদিন ধরেই পর্যটন কেন্দ্র জাফলং জিরো পয়েন্ট এলাকায় অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধে মাঝে-মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালালেও প্রভাবশালী চক্রের কারণে লুটপাট বন্ধ হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।


এএফ/০১