রাইজ স্কুলের শিক্ষার্থীদের অনন্য সাফল্য

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ১৯, ২০২৫
১১:৪২ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২০, ২০২৫
০৫:২২ পূর্বাহ্ন



রাইজ স্কুলের শিক্ষার্থীদের অনন্য সাফল্য


আন্তর্জাতিকমানের পরীক্ষায় সাফল্যের ধারা অব্যাহত রেখেছে সিলেটের রয়্যাল ইনস্টিটিউট অব স্মার্ট অ্যাডুকেশন (রাইজ) এর শিক্ষার্থীরা। কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল অ্যাডুকেশনের অধীনে অনুষ্ঠিত আইজিসিএসই এএস- লেভেল ও এ-লেভেল পরীক্ষায় এ বছরও তারা অর্জন করেছেন অনন্য সাফল্য।

রাইজ স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘এই সাফল্য শিক্ষার্থীদের অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার সম্মিলিত ফল। ভবিষ্যতে আরও উন্নত ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ।’

প্রতিষ্ঠানটির প্রকাশিত ফলাফলে দেখা যায়, আইজিসিএসই পরীক্ষায় ৫৯ শতাংশ শিক্ষার্থী এ-এ প্লাস এবং ৯৫ শতাংশ শিক্ষার্থী এ-সি গ্রেড পেয়েছে। ইংরেজি ও গণিতে ৭৬ শতাংশ শিক্ষার্থী এ-সি অর্জন করেছে। হিসাববিজ্ঞান ও এন্টারপ্রাইজে ৮০ শতাংশ শিক্ষার্থী পেয়েছে এ-এ প্লাস।


বিষয়ভিত্তিকভাবে ইংরেজি, রসায়ন, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও গণিতে সন্তোষজনক ফলাফল এসেছে। উল্লেখযোগ্যভাবে, ৪ জন শিক্ষার্থী একসাথে ৮টি বিষয়ে এ-এ প্লাস অর্জন করেছে।

এএস-লেভেলে হিসাববিজ্ঞানে ৮০ শতাংশ শিক্ষার্থী এ প্লাস-সি অর্জন করেছে। পদার্থবিজ্ঞান, গণিত, রসায়ন, জীববিজ্ঞান, অর্থনীতি ও তথ্যপ্রযুক্তিতে শিক্ষার্থীরা প্রশংসনীয় ফলাফল করেছে।

কেমব্রিজ এ- লেভেলে শতভাগ সাফল্য অর্জন করেছে শিক্ষার্থীরা। গণিতে ১০০ শতাংশ শিক্ষার্থী এ প্লাস-বি, পদার্থবিজ্ঞানে ১০০ শতাংশ শিক্ষার্থী এ প্লাস-এ, আর রসায়ন ও তথ্যপ্রযুক্তিতে ১০০ শতাংশ শিক্ষার্থী এ প্লাস-সি গ্রেড পেয়েছে।


এএফ/০১