মানুষের ব্লাড গ্রুপ জানা থাকলে জীবন রক্ষা সহজ হয়: ফয়সল চৌধুরী

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ২১, ২০২৫
০৬:০৯ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২১, ২০২৫
০৬:০৯ অপরাহ্ন



মানুষের ব্লাড গ্রুপ জানা থাকলে জীবন রক্ষা সহজ হয়: ফয়সল চৌধুরী


সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, ‘প্রতিটি মানুষের রক্তের গ্রুপ নির্নয় করা এবং তা জেনে রাখা খুব গুরুত্বপূর্ণ। কারণ, এতে প্রয়োজনের সময় তাকে প্রয়োজনীয় রক্ত সরবরাহ সহজ হয়।’

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১টার দিকে গোলাপগঞ্জের ঢাকাদক্ষিন বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়- অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ফয়সল আহমদ চৌধুরী বলেন, ‘মানুষ যেকোনো সময় দুর্ঘটনায় পড়তে পারে। এক্ষেত্রে অনেক সময় রক্তের প্রয়োজন হয়। গ্রুপ জানা থাকলে এবং একটি কাগজে বা কার্ডে লিখে সেটি সঙ্গে রাখলে জীবন বাঁচানো সহজ হয়।’

তিনি বলেন, ‘স্কুল কলেজের শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্নয় করে রাখার গুরুত্বটা বুঝাতে হবে। শিক্ষক এবং অভিভাবকবৃন্দ এটি করতে পারেন। তাদের এ ব্যাপারে উৎসাহিত উজ্জীবিত করতে এবং প্রয়োজনীয় সহযোগীতা করতে সবাইকে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের আইডি কার্ডে রক্তের গ্রুপ লেখা থাকলে যদি তারা কোনো দুর্ঘটনায় পড়ে তাহলে তাদের রক্তের প্রয়োজন মেটানো অনেকাংশেই সহজ হয়। এ বিষয়ে সচেতনতা সৃষ্টির প্রয়োজন।’

তিনি সম্প্রতি ঢাকার মাইলস্টোন ট্র্যাজিডির উদাহরণ টেনে বলেন, ‘রক্তের গ্রুপ জানা না থাকায় অনেক শিক্ষার্থীকে রক্ত দিতে দেরি হয়েছে। এতে নিহতের সংখ্যাও বেড়েছে। তাদের আইডি কার্ডে যদি রক্তের গ্রুপ উল্লেখ থাকতো তাহলে ক্ষয়-ক্ষতি অনেক কম হতো। বিষয়টি সব শিক্ষার্থী ও অভিভাবককে বুঝতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘আমাদের প্রতিশ্রুতিশীল শিক্ষার্থীরাই গত বছরের ৫ আগস্ট রাজপথে আন্দোলন সংগ্রাম ও জীবন উৎসর্গ করে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছিল। তখন আহতদের চিকিৎসার ক্ষেত্রে ব্লাড গ্রুপ না জানা থাকায় চিকিৎসক-শিক্ষার্থী, উভয় পক্ষকেই নানা বিড়ম্বনায় পড়তে হয়েছিল।’

গোলাপগঞ্জের বন্ধন ক্লাব- ব্লাড ডোনার শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাদক্ষিন বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল হাই।

গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সহ সভাপতি কফিল উদ্দিন, ঢাকাদক্ষিন বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক কাজল কান্তি দাস, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহজাহান আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বন্ধন ক্লাব- ব্লাড ডোনার সংগঠনের সভাপতি মাজহারুল ইসলাম।

এসময় উপস্থিত অন্যান্যের মধ্যে ছিলেন গোলাপগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক কামাল আহমদ, ঢাকাদক্ষিন বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক সেলিম আহমদ, সুলতান আহমদ।

বন্ধন ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক তাহের আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ কাউসার আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ সাব্বির আহমদ, সহ সভাপতি মাহি আল জামি, সমাজ সেবা বিষয়ক সম্পাদক নাহিদ আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক মাহফুজ আহমদ, সহ সাংস্কৃতিক সম্পাদক রাফি আহমদ, সহ সাংস্কৃতিক সম্পাদক রিফাত আহমদ, কার্য নির্বাহী কমিটির সদস্য রাহিম আহমদ, তানভির, রাফি, কামরান, মাহফুজ।

স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন খালেদ সাইফুল্লাহ, তাজুল ইসলাম রাসেল, রুমেল আহমদ, মাহি আহমদ, শামীম রহমান, ছাত্র প্রতিনিধি বায়জিদ ও মুমিন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ সাব্বির আহমদ।



এএফ/০৫