জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ, চুরির পাথর এনে রিইন্সটলে গুরুত্ব দিচ্ছি: ডিসি সারওয়ার আলম

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ২১, ২০২৫
০৯:১৬ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২১, ২০২৫
০৯:৫৩ অপরাহ্ন



জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ, চুরির পাথর এনে রিইন্সটলে গুরুত্ব দিচ্ছি: ডিসি সারওয়ার আলম


জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব বুঝে নিয়ে প্রথমেই কোম্পানীগঞ্জের সাদাপাথরে ছুটে গেলেন সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক ও র‌্যাবের সাবেক আলোচিত ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। তিনি বলেছেন, ‘জেলা প্রশাসক হিসেবে আমার দায়িত্ব হচ্ছে প্রথমত যে পাথরগুলো চুরি হয়েছে সেগুলোকে এনে রিইন্সটল করা, দ্বিতীয়ত জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও তৃতীয়ত আর যাতে এ ধরণের ঘটনা না ঘটে সে পদক্ষেপ নেওয়া।’ সাদাপাথর খুব দ্রুত আগের অবস্থায় ফিরবে বলেও তিনি এসময় আশ্বাস দেন। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল চারটার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার দেশের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথরে যান। ঘন্টাব্যাপি সেখানে সরেজমিন পরিদর্শন করেন তিনি। এসময় স্থানীয় লোকজন, ব্যবসায়ী, ফটোগ্রাফারসহ বিভিন্ন জনের সঙ্গে কথাও বলেন।

এসময় তার সঙ্গে ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলায় নবনিযুক্ত ইউএনও মোহাম্মদ রবিন মিয়াসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। 

জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, ‘এখানকার অবস্থা জানার চেষ্টা করছি। কি অবস্থায় ছিল, কতটুকু নিয়ে গেছে এবং এটার (সাদাপাথর) জন্য কি পরিকল্পনা নেওয়া যায়।’ তিনি বলেন, ‘দুটো বিষয়কে এক্ষেত্রে আমরা গুরুত্ব দিচ্ছি- যে পাথরগুলো নিয়ে গেছে, সেগুলো অঞ্চল থেকে যেন নিতে না পারে। মানে এখান থেকে যারা নিয়ে গেছে, বিভিন্ন জায়গায় লুকিয়ে রেখেছে সেগুলো সিলেট অঞ্চল থেকে যাতে পার করতে না পারে। এজন্য চেকপোস্ট কাজ করছে। সেটিকে আমরা আরো শক্ত করার চেষ্টা করব।’ 

জেলা প্রশাসক হিসেবে তিনটি কাজকে এখন গুরুত্ব দিচ্ছেন জানিয়ে তিনি বলেন, ‘এখানকার জেলা প্রশাসক হিসেবে আমার এখন দায়িত্ব হচ্ছে প্রথমত এখানের যে পাথরগুলো চুরি হয়েছে সেগুলোকে আবার এনে রিইন্সটল করা। দ্বিতীয়ত এখানে কারা কারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় এবং তৃতীয়ত ভবিষ্যতে যাতে এ ধরণের ঘটনা না ঘটে সেটার জন্য কার্যকরী কি পদক্ষেপ নেওয়া যায়। স্থায়ী সমাধান কি করা যায় এবং যারা এ কাজটি করছে তারা কেন করছে সেটা শনাক্ত করা। আমাকে সময় দেন। আমি চেষ্টা করে দেখি।’

শিগগির সাদাপাথর পূর্বের অবস্থায় ফিরবে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘আগামীকাল ও পরশু দিনের মধ্যে আমরা আরো কিছু পরিকল্পনা নিচ্ছি। আমরা আশা করছি কয়েকদিনের মধ্যে সাদাপাথর আগের অবস্থায় ফিরে আসবে। আমরা আগে অ্যাসিস্টমেন্ট করে নিই। তারপর খুব দ্রুত ইনশাল্লাহ আগের অবস্থায় ফিরবে।’


কেএ-০১/এএফ-০৯