ফিল্মি স্টাইলে ওসমানীনগরে ডাকাতি

ওসমানীনগর প্রতিনিধি


আগস্ট ২৫, ২০২৫
০৮:৩১ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২৫, ২০২৫
০৮:৪৪ অপরাহ্ন



ফিল্মি স্টাইলে ওসমানীনগরে ডাকাতি
*ছুরি ও পিস্তলের মুখে জিম্মি সুপার ভাইজার-কাভার্ড ভ্যান চালক *প্রায় সাড়ে ১০ লাখ টাকার মালামাল উদ্ধার,গ্রেপ্তার ৬


সিনেমা স্টাইলে সিলেটের ওসমানীনগরে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি ঘটনায় প্রায় সাড়ে ১০ লাখ টাকার লুট হওয়া মালামাল উদ্ধারসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৪ আগস্ট) রাতে  উপজেলার তাজপুর ইউনিয়নের মঙ্গলচণ্ডী বাজার এলাকা থেকে লুট হওয়া মালামাল উদ্ধার করা হয় । এসময়  ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে রাতে অভিযান চালিয়ে আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার (২৫ আগস্ট) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।

গ্রেপ্তারকৃতরা হলেন- তাজপুর ইউনিয়নের রবিদাস গ্রামের জামাল উদ্দিনের ছেলে শানুর মিয়া (২৯), উমরপুর ইউনিয়নের মাঠিহানী গ্রামের ওয়ারিছ আলীর ছেলে রলেক মিয়া (৪০),তাজপুর ইউনিয়নের ভাড়েরা গ্রামের আশিক উল্ল্যাহর ছেলে আব্দুল মজিদ (২৪),গোয়ালাবাজার ইউনিয়নের  গুপ্তপাড়া গ্রামের মৃত ইরন আলীর ছেলে মো. সুফিয়ান আহমেদ (২৬), উমরপুর ইউনিয়নের মাটিহানী গ্রামের আব্দুস সোবহানের ছেলে দিলশাদ আহমেদ রাজু (২১), মোগলাবাজার উপজেলার চর মোহাম্মদপুর (বর্তমান সুরতপুর) গ্রামের বাসিন্দা আব্দুল মালিকের ছেলে সাইদুর রহমান সাদি।

মামলা সূত্রে জানা যায়,গত শনিবার রাতে এসএ পরিবহনের (মেট্রো-উ-১৪-৩৮০৩) নম্বর কাভার্ড ভ্যানটি সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে সিলেট -ঢাকা মহাসড়কের ওসমানীনগর অংশের  তাজপুর ইউনিয়নের খাশিকাপন এলাকায় আসলে  প্রায় ১৫-১৬ জন ডাকাত দুই মোটরসাইকেল ও (১১-০২২৫) নম্বরের একটি  পিকআপ নিয়ে গাড়িটি বেড়িকেড দিয়ে আটকায়। ডাকাতরা ভ্যানের চালক মো. মোস্তফা (৫৪) ও সুপারভাইজার মো. ফারাদুল ইসলাম (২৪) কে অস্ত্রের মুখে জিম্মি করে ভ্যান নিয়ন্ত্রণে নেয়।

পরে ভ্যানের চালকের পেটে ধারালো ছুরি ও সুপারভাইজারের মাথায় পিস্তল ধরে তাজপুর মঙ্গলচণ্ডী বাজার এলাকার নির্জন স্থানে নিয়ে ভ্যানের তালা খুলে প্রায় ১০ লাখের অধিক টাকার মালামাল-মশলা, ফুসকা, টি-শার্ট, ক্রিম, জিরা, সিগারেট, চাল, কাপড় ও গিফট সামগ্রী লুট করে নেয় ডাকাতদলের সদস্যরা। এরপর চালক ও সুপারভাইজারকে ভয়ভীতি দেখিয়ে শেরপুর টোলপ্লাজার কাছে ছেড়ে দেয় ডাকাত দল।

খবর পেয়ে এসএ পরিবহনের কর্মকর্তারা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে মালামাল উদ্ধারসহ ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে রবিবার রাতে আরো ৩ জনকে গ্রেপ্তার হয়।

ঘটনার পরদিন এসএ পরিবহনের সুপারভাইজার মো. ফারাদুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত ১৫-১৬ জনকে আসামি করে ওসমানীনগর থানায় মামলা দায়ের করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, ঘটনার পরপরই আমরা দ্রুত অভিযান পরিচালনা করি। এখন পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করে লুট হওয়া মালামাল উদ্ধার করেছি। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।


জেএ-০১/এএফ-০২