নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৬, ২০২৫
০১:১৩ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ২৬, ২০২৫
০১:১৩ পূর্বাহ্ন
লুটের পাথর নিজ খরচে ফিরিয়ে দিতে পাথর লুটেরাদের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে পাথর ফিরতে শুরু করেছে। সোমবার (২৫ আগস্ট) পর্যন্ত সাড়ে ৪ লাখ ঘনফুট পাথর নিজ খরচে ফেরত দিয়েছেন লুটপাটকারীরা। এর মধ্যে শুধু সোমবারেই ফেরত এসেছে ২ লাখ ৫০ হাজার ঘনফুট পাথর।
আজ মঙ্গলবার (২৬ আগস্ট) শেষ হচ্ছে জেলা প্রশাসনের বেঁধে দেওয়া আল্টিমেটাম।
এর আগে গত বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণের পর লুট হওয়া পাথর ফিরিয়ে দিতে সময়সীমা বেধে দেন সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সরওয়ার আলম। ওই সময় তিনি বলেন, সময়ের পর কারো কাছে সাদাপাথর পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ’ সংশ্লিষ্ট উপজেলাগুলোতে মাইকিং করে বিষয়টি জানানো হয়।
দুই দিনে ফেরত আসা সাড়ে ৪ লাখ ঘনফুট পাথরের মধ্যে শুধু কোম্পানীগঞ্জ উপজেলা থেকে নিজ খরচে ফেরত আসা পাথরের পরিমাণ প্রায় ২ লাখ ৩৫ হাজার ঘনফুট। এর মধ্যে সোমবার এসেছে ১ লাখ ৫০ হাজার ঘনফুট। আগেরদিন রবিবার আসে আরো ৮৫ হাজার ঘনফুট পাথর। ফেরত আসা পাথর প্রতিস্থাপনের কাজ চলছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জের নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিন মিয়া। তিনি বলেন, ‘আজ (সোমবার) দেড় লাখ ঘনফুট পাথর ফের এসেছে। এর আগেরদিন আরো ৮৫ হাজার ঘনফুট পাথর এসেছে। এসব পাথর প্রতিস্থাপনের কাজ চলমান রয়েছে।
এ সব তথ্য নিশ্চিত করে সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, ‘রবিবার পর্যন্ত ২ লাখ ঘনফুট আর সোমবার আরো আড়াই লাখ ঘনফুট পাথর ফের দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় বেঁধে দেওয়া সময়সীমা শেষ হবে।’
এএফ/০১