সিলেট মিরর ডেস্ক
আগস্ট ২৬, ২০২৫
০৬:৩৫ অপরাহ্ন
আপডেট : আগস্ট ২৭, ২০২৫
০৩:৩২ পূর্বাহ্ন
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ বিজনেস ক্লাব আয়োজিত আট দিনব্যাপী বিজনেস উইকের পঞ্চম দিনটি প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রীড়ার মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছে। পাঁচ দিনের জমজমাট আয়োজন বলছে শেষের দিনের প্রতিযোগিতা আরো বেশি উত্তেজনাপূর্ণ ও স্মরণীয় হবে।
বিজনেস উইক আয়োজক বিজনেস ক্লাবের সংশ্লিস্টরা বলছেন, ‘ক্লাব সদস্যদের নিরলস প্রচেষ্টায় ও পরিকল্পনায় প্রথম পাঁচ দিন সফলভাবে অতিবাহিত হয়েছে। শেষের দিনগুলোও আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আমাদের বিশ্বাস।
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের পৃষ্ঠপোষকতায় এবং বিজনেস ক্লাবের ব্যবস্থাপনায় আয়োজিত এই বিজনেস উইকের ক্রীড়া ইভেন্টের দ্বিতীয়পর্ব অর্থাৎ ইনডোর গেমসের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল।
ব্যবসায় প্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাকিব খানের উপস্থাপনায় তৃতীয় দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের ডিন অধ্যাপক মোহাম্মদ হারুনুর রশীদ, বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক রেবেকা সুলতানা চৌধুরী এবং বিজনেস ক্লাবের কোষাধ্যক্ষ, সহকারী অধ্যাপক মো. আমির হোসেন।
এছাড়াও বিভাগের অন্যান্য সম্মানিত শিক্ষকমণ্ডলী— মো. নাসির উদ্দিন, নুর জাহান শিমু, ইশরাত শারমিন, সামিহা সানজানা ও টিচিং অ্যাসিস্ট্যান্ট সুমাইয়া বিনতে কালামিয়া উপস্থিত ছিলেন।
আজকের দিনের ইভেন্টগুলোর মধ্যে ছিল ডার্টবোর্ড ও পেনাল্টি শুটআউট প্রতিযোগিতা, যা শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিভাগের ডিন ও বিভাগীয় প্রধান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে স্বাগত জানান এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার জন্য উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
দুপুর ২টা ৩০ মিনিটে এনইইউবি অডিটোরিয়ামে অনুষ্ঠানটি শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফিতা কেটে ইভেন্টের আনুষ্ঠানিক সূচনা করেন এবং সকল ক্রীড়া কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
তিনি অনুষ্ঠানে উপস্থিত হয়ে তার শৈশব ও বিশ্ববিদ্যালয় জীবনের খেলাধুলার স্মৃতিচারণা করেন এবং খেলাধুলার প্রতি তার গভীর অনুরাগ ও দীর্ঘদিনের মুগ্ধতার কথা তুলে ধরেন।
এএফ/০৩