সিলেট মিরর ডেস্ক
আগস্ট ২৬, ২০২৫
০৯:২২ অপরাহ্ন
আপডেট : আগস্ট ২৬, ২০২৫
০৯:২২ অপরাহ্ন
সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় পাথর লুটপাটের ঘটনায় অভিযুক্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সিআইডির পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেটের সাদাপাথর লুটের ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে বিভিন্ন গোয়েন্দা তথ্য এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত একাধিক খবরের পরিপ্রেক্ষিতে ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট, সিআইডি মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২, অনুযায়ী অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে।
সেখানে আরও বলা হয়, বিভিন্ন উৎস হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী উক্ত লুটপাটের ঘটনায় প্রায় ৫০ জন ব্যক্তির প্রাথমিক সংশ্লিষ্টতা নিয়ে অভিযোগ পাওয়ার পর সিআইডি এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
পরিবেশগত অপরাধ সংঘটনপূর্বক আর্থিকভাবে লাভবান হওয়ার অভিপ্রায়ে সাদাপাথর লুটপাটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ মোতাবেক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।
এএফ/০৩