শাবিপ্রবি প্রতিনিধি
আগস্ট ২৭, ২০২৫
০৬:৩৭ অপরাহ্ন
আপডেট : আগস্ট ২৭, ২০২৫
০৬:৩৭ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’ এর প্রথম কার্যনির্বহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসাবে মনোনিত হয়েছেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০২২-২০২৩ সেশনের শিক্ষার্থী মো: এনামুল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনিত হয়েছেন একই বিভাগের শিক্ষার্থী আল আমিন।
মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি সানিয়া সুলতানা প্রীতি এবং মো শাহিন আলম, সহ সাধারণ সম্পাদক তৌফিক রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক মো আশিকুর রহমান আশিক, কোষাধ্যক্ষ আব্দুল্লা আল নোমান, প্রচার সম্পাদক আরাফাত রাব্বি, সমাজিক কল্যাণ সম্পাদক তানিয়া আহম্মেদ, দপ্তর সম্পাদক আশফাকুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সজিব আহমেদ রবিন,শিক্ষা ও গবেষণা সম্পাদক মো শয়ন মিয়া, আইন ও পরিকল্পনা সম্পাদক নৃ-বিজ্ঞান ডিপার্টমেন্টের শিক্ষার্থী জোটন সরকার, তথ্য সম্পাদক শুভ সরকার সূর্য, কার্যকরী সদস্য মাজহার প্রিয়াম।
উল্লেখ্য, সংগঠনটির লক্ষ্য হচ্ছে মাদক,ধর্ষণ ও ইভটিজিং সহ সকল অন্যায়ের বিরুদ্ধে সচেতনতা এবং সবুজায়ন বৃদ্ধির জন্য সামাজিক আন্দোলন প্রতিষ্ঠা করা। সংগঠনটি দীর্ঘ একযুগের বেশি সময় ধরে এসব সামাজিক সচেতনা মূলক কার্যক্রম পরিচালনা করতে আসছে।
এএফ/০১