নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৭, ২০২৫
০৭:৪১ অপরাহ্ন
আপডেট : আগস্ট ২৭, ২০২৫
০৭:৪১ অপরাহ্ন
সিলেটে বালু পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রি নিয়ে এক সরকারি আদেশ জারি করেছেন নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। বুধবার (২৭ আগস্ট) এমন তথ্য জানা গেছে।
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ‘যেহেতু সাম্প্রতিক সময়ে সিলেট জেলার সীমান্তবর্তী উপজেলা সমূহের প্রাকৃতিক সম্পদ ও পর্যটন সম্ভাবনাময় এলাকা হতে কতিপয় ব্যক্তি অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন, লুন্ঠন ও পাচারের সাথে জড়িত রয়েছে এবং যেহেতু, প্রাকৃতিক বিপর্যয়সহ পর্যটন সম্ভাবনাময় এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে, সেহেতু সিলেট জেলায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হলো। আদেশ অমান্য করে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রয়কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ আদেশ সরকারি আদেশ হিসেবে গণ্য হবে।
আদেশের বিষয়টি আজকে জানাজানি হলেও গত ২৬ আগস্ট আদেশটি স্বাক্ষর করেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।