সিলেট মিরর ডেস্ক
আগস্ট ২৮, ২০২৫
০২:৫৩ অপরাহ্ন
আপডেট : আগস্ট ২৮, ২০২৫
০২:৫৬ অপরাহ্ন
ধোপাগুলে পুকুরে মিলল সাদা পাথর, চলছে উদ্ধার অভিযান
সিলেট শহরতলীর ধোপাগুলে একটি পুকুর থেকে বিপুল পরিমাণ সাদা পাথর উদ্ধার করা হচ্ছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর থেকে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করছে। সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এখানে কয়েকটি পুকুরে সাদা পাথর লুকিয়ে রাখা হয়েছে বলে আমাদের কাছে তথ্য রয়েচে। সেই আলোকে অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে কী পরিমাণ পাথর রয়েছে তা অভিযান শেষে বলা যাবে।
এর আগে সাদা পাথর উদ্ধারে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম দিনে আল্টিমেটাম দিয়েছিলেন। সেই আল্টিমেটাম গত মঙ্গলবার শেষ হয়েছে। প্রশাসনের বেধে দেওয়া সময়ে ব্যবসায়ী ও স্থানীয়রা স্বেচ্ছায় সাড়ে ছয় লাখ ঘনফুট পাথর ফেরত দিয়েছেন।
একইসঙ্গে প্রশাসনের অভিযানে উদ্ধার হয়েছে আরও ১৯ লাখ ঘনফুট পাথর। সবমিলিয়ে লুট হওয়া পাথরের মধ্যে ২৬ লাখ ঘনফুট পাথর উদ্ধার হয়েছে। এরমধ্যে প্রায় ১১ লাখ ঘনফুট সাদা পাথর প্রতিস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেছিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
এদিকে, প্রশাসনের আল্টিমেটাম শেষে সিলেট জেলায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। মঙ্গলবার (২৬ আগস্ট) এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করেন সিলেটের জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।
আদেশে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে জেলার সীমান্তবর্তী উপজেলা সমূহে প্রাকৃতিক সম্পদ ও পর্যটন সম্ভাবনাময় এলাকা থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও পাচারের ঘটনা ঘটছে। এসব কার্যক্রমের কারণে পরিবেশ ও প্রাকৃতিক বৈশিষ্ট্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।
জেলা প্রশাসনের আদেশে বলা হয়েছে, অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ ও বিক্রয়ের সঙ্গে কেউ জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই আদেশ সরকারি আদেশ হিসেবে গণ্য হবে।
জিসি / ০৪