সিলেট সদরের ৫ পুকুরে মিলল দেড় লাখ ঘনফুট পাথর

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ২৮, ২০২৫
০৭:২৪ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২৮, ২০২৫
০৭:৩৪ অপরাহ্ন



সিলেট সদরের ৫ পুকুরে মিলল দেড় লাখ ঘনফুট পাথর


সিলেট সদর উপজেলার ধোপাগুল ও লালবাগ এলাকার ৫টি পুকুর থেকে প্রায় দেড় লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে প্রশাসন।

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টা থেকে উপজেলা প্রশাসন অভিযান শুরু করে। অভিযানে তাদের সহায়তা করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

জানা গেছে, সাদাপাথর থেকে লুট হওয়া পাথর স্বেচ্ছায় ফিরিয়ে দেওয়ার সময়সীমা শেষ হওয়ার পর অভিযানে নামে প্রশাসন। আজ দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার ধোপাগুল ও লালবাগ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন  সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার মামুনুর রশীদ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান হৃদয়।  অভিযানে ৫টি পুকুরে পাথরের সন্ধান মিললে সেগুলো এক্সকাভেটরের সাহায্যে উত্তোলন শুরু করা হয়। সন্ধ্যা ছয়টা পর্যন্ত টানা ছয় ঘন্টা অভিযান চলে। আগামীকাল শুক্রবার ফের অভিযান চালানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসব পুকুরে দেড় লাখ ঘনফুটের বেশি পাথর রয়েছে। 

এসব তথ্য সিলেট মিরর-কে নিশ্চিত করেছেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ। তিনি বলেন, ‘বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ৬টা পর্যন্ত ধোপাগুল এলাকায় টানা অভিযান চালানো হয়েছে। এসময় ৫টি পুকুরে ডুবিয়ে রাখা পাথরের সন্ধান পাওয়ার পর পুকুরগুলো থেকে পাথর উদ্ধার চলছে। পুকুরগুলের গভীরতা নির্ণয় করা সম্ভব হয়নি।

তবে প্রাথমিকভাবে আমাদের ধারণা পুকুরগুলোতে দেড় লাখ ঘনফুটের বেশি পাথর রয়েছে। যত গভীরে যাচ্ছে তত বেশি পাথর মিলছে।’ 



এএফ/১০