সিলেট মিরর ডেস্ক
আগস্ট ২৯, ২০২৫
০৩:২৯ অপরাহ্ন
আপডেট : আগস্ট ২৯, ২০২৫
০৩:২৯ অপরাহ্ন
নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ বিজনেস ক্লাব আয়োজিত সপ্তাহব্যাপী ‘বিজনেস উইক ২০২৫’ শেষ হয়েছে। গত ২০ আগস্ট থেকে শুরু হওয়া বর্ণিল আয়োজনের সমাপ্তি হয় ২৮ আগস্ট।
বিজনেস উইকের আয়োজনের মধ্যে ছিল ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্টসহ একাধিক ক্রীড়া প্রতিযোগিতা, বিজনেস কুইজ, কেইস কম্পিটিশন এবং বিজনেস আইডিয়া প্রেজেন্টেশন।
ব্যবসায় প্রশাসন বিভাগের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে বর্ণিল করে তুলে। বিজনেস উইকের সমাপনী দিনে ছিল বিজনেস আইডিয়া প্রেজেন্টেশন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল এ আয়োজনে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন। তিনি সুন্দর আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয়ের বিজনেস ক্লাবকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করার পাশাপাশি তাদেরকে ভবিষ্যতের করপোরেট জীবনের জন্য দক্ষ করে তুলবে।’
উপাচার্য বলেন, ‘বর্তমান বৈশ্বিক প্রতিযোগিতামূলক প্রেক্ষাপটে শুধু পাঠ্যপুস্তক ভিত্তিক জ্ঞান নয়, বাস্তবভিত্তিক চর্চা ও বিশ্লেষণী দক্ষতাও সমানভাবে গুরুত্বপূর্ণ। এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের বাস্তবধর্মী চিন্তাশক্তি, নেতৃত্বের দক্ষতা এবং দলগত কাজের মনোভাবকে আরও সমৃদ্ধ করবে।’
বিজনেস উইকের সমাপনী ঘোষণা করে দেওয়া বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ও বিজনেস ক্লাবের প্রেসিডেন্ট রেবেকা সুলতানা চৌধুরী বলেন, ‘শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি এ ধরনের কো-কারিকুলার কার্যক্রমের গুরুত্বপূর্ণ।’ তিনি বলেন, ‘ভবিষ্যতে কর্মজীবনে সাফল্য অর্জনের জন্য প্রয়োজনীয় দক্ষতা যেমন—সমস্যা সমাধান, বিশ্লেষণধর্মী চিন্তাশক্তি, নেতৃত্ব, দলগত কাজের সক্ষমতা এবং যোগাযোগ দক্ষতা—এসব চর্চার সুযোগ তৈরি হয় এমন ইভেন্টগুলোর মাধ্যমে। বিজনেস উইক শিক্ষার্থীদের কর্মজগতের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত হতে সহায়তা করবে।’
এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য গুণীজন।
শিক্ষার্থীদের সৃজনশীল অংশগ্রহণ, শিক্ষকমণ্ডলীর সার্বিক দিকনির্দেশনা এবং প্রশাসনের নিরলস সহযোগিতার ফলে বিজনেস উইক ২০২৫ একটি সফল ও তাৎপর্যপূর্ণ আয়োজনে পরিণত হয়েছে।
এএফ/০৩