সিলেট মিরর ডেস্ক
আগস্ট ২৯, ২০২৫
০৩:৫৮ অপরাহ্ন
আপডেট : আগস্ট ২৯, ২০২৫
০৩:৫৮ অপরাহ্ন
ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পালিয়ে যুক্তরাজ্যে যাওয়া সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদসদস্য রণজিত চন্দ্র সরকারের ‘সহযোগী’ রতন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ( ২৯ আগস্ট) গভীর রাতে রাজধানী ঢাকার ডিএমপির শাহআলী থানা পুলিশ ‘জনতার’ রোষানল থেকে গ্রেপ্তার করে তাকে পুলিশি হেফাজতে নেয়।
গ্রেপ্তার রতন সুনামগঞ্জের তাহিরপুরের ননাই (পূর্বে থাকা সাদেরখলা) গ্রামের তাহের মিয়ার ছেলে। তিনি সাবেক সংসদসদস্য রণজিত চন্দ্র সরকারের ঘনিষ্ট ছিলেন। তাছাড়া সীমান্ত নদী জাদুকাটা বালি মহাল-১ এর সাবেক ইজারাদার ছিলেন তিনি।
ডিএমপির শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম আজম বলেন, শাহআলী এলাকার স্থানীয় সংক্ষুব্ধ জনতা রতনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। সুনামগঞ্জ সদর মডেল থানায় ৫ আগস্ট পরবর্তী একটি মামলায় এজাহারনামীয় আসামি রতন।
এএফ/০৫