কানাইঘাটে সীমান্তের ওপারে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ

কানাইঘাট প্রতিনিধি


আগস্ট ৩০, ২০২৫
০৪:০২ অপরাহ্ন


আপডেট : আগস্ট ৩০, ২০২৫
০৫:৫৮ অপরাহ্ন



কানাইঘাটে সীমান্তের ওপারে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ


সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলের দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হন আরো ৫ জন।

আজ শনিবার (৩০ আগস্ট) বেলা চারটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহ ভারতের অভ্যন্তরে পড়ে রয়েছে বলে জানা গেছে।

নিহত যুবকের নাম আব্দুর রহমান (২৫)। তিনি কানাইঘাট উপজেলার আটগ্রাম বড়চাতল (বাকুরি) গ্রামের খলিল মিয়ার ছেলে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। তারা হলেন- উপজেলার বাঙালি পাড়ার কামাল আহমদের ছেলে সালমান আহমদ (২৭), পূর্ব বড়চাতল গ্রামের বটল মিয়ার ছেলে জামিল আহমদ (২৮), পূর্ব বড়চাতল গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে কবির আহমদ (২৫), দনা রাতাছড়া গ্রামের ছলু মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৮) এবং একই গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে মাজহারুল ইসলাম (৩৫)। 

১ নম্বর পূর্ব লক্ষীপ্রসাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভারত সীমান্ত থেকে মরদেহ আনার প্রক্রিয়া চলছে। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল। তিনি বলেন, বিএসএফের গুলিতে নিহত আব্দুর রহমানের লাশ হস্তান্তরের কার্যক্রম চলছে। পুলিশের একটি টিম সেখানে রয়েছে। তারা বিজিবির সঙ্গে কাজ করছে।’



এএফ/০৩