শাবিতে পাখির জন্য বাসা স্থাপন ও সচেতনতা সভা

শাবিপ্রবি প্রতিনিধি


সেপ্টেম্বর ০১, ২০২৫
০২:৩৬ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০১, ২০২৫
০২:৩৬ পূর্বাহ্ন



শাবিতে পাখির জন্য বাসা স্থাপন ও সচেতনতা সভা


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘রাইজ হাই ইয়ুথ ফাউন্ডেশন’র একদল তরুণদের উদ্যোগে পাখির জন্য বাসা স্থাপন ও শাহজালাল ইউনিভার্সিটি স্কুলের শিশুদের নিয়ে পরিবেশ সচেতনতা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১আগস্ট) দুপুরে এ বার্ড নেস্ট ক্যাম্পেইন ও সেশন অনুষ্ঠিত হয়।

সেশনে কি নোট স্পিকার হিসাবে উপস্থিত ছিলেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তাহমিনা ইসলাম। এসময় তিনি পরিবেশ সচেতনতা নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পরে পাখির জন্য ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় প্রায় ৪০ টি বাসা বানানো হয়। 

প্রতিষ্ঠানটির কর্ণধার সৈকত সাহা বলেন, "পূর্বে যে পরিমাণে পাখি ক্যাম্পাসে দেখা যেতো ইদানিং সেই তুলনায় পাখির সংখ্যা অনেক কমে গেছে, মূলত সেই চিন্তা থেকে ক্যাম্পাসকে পাখি বান্ধব করার জন্য এবং ছোট ছোট বাচ্চাদের মাঝে যাতে প্রকৃতির প্রতি ভালোবাসা জন্মে তাই বাচ্চাদের সাথে নিয়ে পাখির বাসা স্থাপন এর এই কার্যক্রম। পাখির বাসা হিসেবে নারিকেল এর মালা, এবং ছোটো কলসি ব্যবহার করা হয়েছে। আশানুরূপ ফলাফল পেলে এই আয়োজন আরো বড় পরিসরে পরিচালনা করার ইচ্ছা রয়েছে আমাদের।”

উল্লেখ্য, রাইজ হাই ইয়ুথ ফাউন্ডেশন পরিবেশ, স্বাস্থ্য ও শিক্ষা এই তিনটি সেক্টরে কাজ করে শিশুদের হোলিস্টিক ডেভেলপমেন্টের জন্য।


এনএ-০১/এএফ-০৩